সাম্প্রতিক লেখাসমূহ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
উদ্ভাসে পড়লেই বুয়েটে চান্স পাওয়া যায়? লেখাঃ শাওন সিকদার
"সাস্টের অনেক বড় ভাই গুগলে চাকরি পাইছে, এজন্য আমি ভাবতেছি সাস্টেই পড়বো!"
" যারা বুয়েটে চান্স পায় তাদের অধিকাংশই উদ্ভাসে কোচিং করে, এজন্য আমিও উদ্ভাসে কোচিং করবো!"
" মেডিকেল এ ফার্স্ট হওয়া আপু বলেছে যে রেটিনায় পড়ার কারণে সে মেডিকেল এ চান্স পাইছে এজন্য রেটিনায় কোচিং করবো!"
কথাগুলো কিন্ত খুব সাধারণ কিছু কথা। আমরা আমাদের জীবনে নিত্যদিন ই এমন ধরনের কথা শুনে থাকি। কথাগুলো কিন্ত সোসাল মিডিয়ায়ও অহরহই ভাসতে থাকে। নিউজ ফিড থেকে বাড়ির সামনের মোড়ের পোস্টার পর্যন্ত সব যায়গায় বড় বড় করে একটাই ডাক পেটানো হয়, "আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা সব যায়গায় সফল!"
প্রশ্নটা হচ্ছে,
" স্টুডেন্ট রা কী আপনাদের প্রতিষ্ঠানে পড়ার জন্য সফল? নাকি যারা জীবনে সফল হওয়ার যোগ্যতা রাখে তারা আপনার প্রতিষ্ঠানে পড়ে? কোনটা?"
ব্যাপারটা খানিকটা এমন যে, ফর্সা হওয়ার ক্রিম এর বিজ্ঞাপন গুলো দেখেছেন? বিজ্ঞাপনে প্রথমে দেখানো হয় একজন মানুষ যে কালো হওয়ার জন্য বিভিন্ন যায়গায় তার মাঝে কেমন একটু হীনমন্যতা কাজ করে। কিন্ত এরপর কেউ একজন এসে তাকে কোন কোম্পানির ফর্সা হওয়ার ক্রিম সাজেস্ট করে। এরপরে ক্রিম ইউজ করার কয়েক সপ্তাহ পরেই সে কেমন ফর্সা হয়ে যায়! সব যায়গায় কনফিডেন্টলি কাজ করে। আশেপাশের সবাই তাকে দেখে হতবাক হয়ে যায়।
আপনার কি মনে হয়? আসলেই মানুষটা ওই কোম্পানির ফর্সা হওয়ার ক্রিম ইউজ করে ফর্সা হয়েছে? ব্যাপারটা কিন্ত আমরা সবাই জানি যে সেই মানুষ টা ওই ক্রিম ব্যবহার করে ফর্সা হয় নি। সেই মানুষটা আসলেই জন্মগত সুন্দর একই সাথে কিছু মেকাপ করে তাকে আরো সুন্দর করে ফুটিয়ে তোলা হয় ক্যামেরার সামনে। এই বিজ্ঞাপনে সে এজন্যই আসতে পেরেছে কারণ সে আগে থেকেই দেখতে সুন্দর।
এখানেই আগের প্রশ্ন গুলোও আসে। গুগলে চান্স পাওয়া ভাইয়া টা কী সাস্টে পড়েছে বলে গুগলে চান্স পেয়েছে? নাকি তার মাঝে গুগলে চান্স পাওয়ার কোয়ালিটি ছিলো? বুয়েট মেডিকেল এ চান্স পাওয়া পাব্লিকেরা কি শুধু কোচিং করেছে বলেই বুয়েট মেডিকেলে চান্স পেয়েছে? নাকি তাদের আগে থেকেই এই কোয়ালিফিকেশন ছিলো?
শুধুমাত্র এই উত্তর টা না জানার কারণেই আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত বিভিন্ন বাহারি বিজ্ঞাপনের চাকচিক্যের মোহে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই ব্যাপারগুলো যে শুধুমাত্র এই শিক্ষা বানিজ্য কিংবা ফর্সা হওয়ার ক্রিমের ক্ষেত্রে হচ্ছে তা কিন্ত না। আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ছোটখাটো জিনিস থেকে শুরু করে বিশাল বিশাল ক্ষেত্রেও এমন বাহারি বিজ্ঞাপনের ধোকা হয়েই আসছে। প্রায় ক্ষেত্রেই আমাদের অধিকাংশ সিদ্ধান্ত কোন না কোন ভাবে এসব বিজ্ঞাপন দ্বারা ম্যানিপুলেট হয়। দেখা যায় অনেক ভেবেচিন্তে আমরা যেই সিদ্ধান্ত নেই সেটা কোন না কোন ভাবে আশেপাশের এসব জিনিস দ্বারা প্রভাবিত। এরপর থেকে কেউ আপনাকে স্বর্গে তুলে দেওয়ার স্বপ্ন দেখালে সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন একবার। ব্যপারটা আসলে হচ্ছেটা কী? সে কী আমাকে স্বর্গে নিয়ে যাবে? নাকি আমার মাঝে স্বর্গে যাওয়ার সকল যোগ্যতা আছে? নাকি পুরোটাই ধোকাবাজি? বাহারি বিজ্ঞাপনের ফাদে পা দেওয়ার আগে আরেকবার ভাবুন!
থিম ক্রেডিটঃ আর্ট অব থিংকিং ক্লিয়ারলি
ফটো ক্রেডিটঃ Shutterstock
Writer: Shaon Sikder
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
জনপ্রিয় লেখাসমূহ
স্বপ্ন কীভাবে মিলে যায়? স্বপ্নের আদ্যোপান্ত - লেখাঃ শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বাটারফ্লাই ইফেক্টের ১৪ গোষ্ঠী - শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
আমাদের ব্যক্তিত্বের কোন দিক পরিবর্তন করা সবচেয়ে কঠিন? - শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
জীবনে উন্নতির আসল মানে কী? - শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ