সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সাম্প্রতিক লেখাসমূহ

ম্যাচিউরিটি X শাওন সিকদার

ম্যাচিউরিটি হচ্ছে যখন আপনি উপলব্ধি করতে পারবেন যে "মানুষ মূলত এক"। হ্যা বুঝতে পারছি আপনার অনেক বন্ধুবান্ধব আছে যারা আপনাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে, আপনার জন্য সব ধরনের স্যাক্রিফাইস করতে প্রস্তত, আপনার একজন প্রেমিকা আছে যে আপনাকে সত্যিকারের ভালোবাসে, লয়ালটির দিক থেকে সে অতুলনীয়, আপনার জীবনে থাকার লিস্টে বলার মতো এমন বহু আইটেম আছে, তবুও আমি ঘুরেফিরে একই কথা বলবো, " মানুষ মূলত একা "। সাধারনত মানুষ ম্যাচিউরিটি বলতে কী বুঝে? ফেসবুকীয় আবেগী লেখকদের দাঁড়িপাল্লায় যখন আপনি মাপবেন তখন হয়তো নিজের একাকীত্ব নিজের দুর্ভাগ্য গুলোকে চুপচাপ মেনে নেওয়াকেই ম্যাচিউরিটি বলে। আপনার ফ্যামিলির কাছে হয়তো আপনার জীবনের যাবতীয় দুঃখ গুলোকে কবর দিয়ে হাসিমুখে তাদের ভরন পোষন করতে পারাটাই আপনার ম্যাচিউরিটি। আপনার বন্ধুদের কাছে হয়তো আপনার পারিবারিক ব্যেক্তিগত সমস্যাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে তাদের সাথে তাল মিলিয়ে আড্ডা দিতে পারাটাই ম্যাচিউরিটি। আপনার স্কুলের টিচারের কাছে হয়তো তাদের কথায় উঠবস করাটাই ম্যাচিউরিটি, পাশের বাড়ির আন্টির কাছে হয়তো আপনার বুয়েট মেডিকেল এ চান্স পাওয়াটাই ম্যাচিউরিটি। প্রে...

আমার স্বপ্নের বাড়ি- শাওন সিকদার

আসুন আমার স্বপ্ন থেকে আপনাকে ঘুরিয়ে আনি।আমার স্বপ্ন, আমার কল্পনা, আমার ভালোবাসা, আমার জীবনের লক্ষ।

এটাকে আপনারা বিলাসিতা বলেন আর যাই বলেন স্বপ্ন আমার স্বপ্নই।অতিরিক্ত বিলাসিতা নিয়মের বাইরে হলে নিয়ম ভাঙার পক্ষপাতী আমি। জাগতিগ কোন যুক্তি কাজ করবে না এখানে।এটা ভুল হলে এই ভুল নিয়েই বাচতে চাই আমি। এজন্য কমেন্টে কেউ জ্ঞান না দিলেই খুশি হবো।

যারা আমার লেখা পড়েন তারা প্রায় সময় শুনে থাকেন আমি ৩০ বছরের আগে চাকরি জীবন থেকে অবসর নেওয়ার কথা বলি। কিন্ত কেন?এরকম একটা যায়গায় বাকি জীবন কাটিয়ে দেওয়ার জন্য। একেকজনের একেক রকম স্বপ্ন। আমারো স্বপ্ন এটা। যদি কারোকাছে পাগলামো মনে হয় তাহলে আমি পাগলামোরই পক্ষপাতী।

কল্পনা করুন এমন একটা যায়গায় আপনার ঘুম ভাঙলো যেখানে চোখ মেলার সাথেই সমুদ্রের ঠান্ডা হাওয়া আপনাকে আলতো করে ছুয়ে গেলো। এক ঝাক পাখি জানালা দিয়ে উড়ে যাওয়ার শব্দে আপনার সকাল হলো

এমন একটা রান্নাঘর। যার এক পাশে সমুদ্র অন্যপাশে তীর। সমুদ্রের ঠান্ডা বাতাস। আপনি আর আপনার প্রিয়জন একসাথে রান্না করেন। কেই একজন রান্না করে আর আপনি বদমাসের মতো পেছনে জড়িয়ে আছেন।

খাওয়া শেষে প্রিয়জনের সাথে এমন কোন বজরায় ঘুরে বেড়ানো। আহা🌺

ঘরের ভেতর আস্ত একটা লাইব্রেরি। যুগ শ্রেষ্ঠ লেখকেরা তাকে তাকে বসে আছেন। যখন ইচ্ছা যাকে নিয়ে পড়া শুরু। সমুদ্রের বাতাস খেতে খেতে বই পড়া।❤🥺

মন খারাপের সময় এমন একটা যায়গায় দাড়িয়ে থাকা। অদূর আকাশে একলা একা তাকিয়ে থাকা। দূর সমূদ্রে কি আছে?মনি মুক্তো আছে নাকি?কিংবা মারমেইড? হঠাৎ যদি দেখা পাই। আজগুবি সব চিন্তার ভাজে মন খারাপেরা দূর আকাশের তারার সাথে মিলিয়ে যাবে।কিংবা এমন একটা যায়গায় বসে পরিবারের সদস্যদের সাথে আড্ডা। একপাশে রান্না অন্য পাশে আড্ডা।কেমন হবে?

দিনের শেষে এমন কোন যায়গায় ফিরে আশা। নতুন একটা দিনের প্রত্যাশায়।

এমন কোন যায়গায় প্রিয় মানুষের সাথে ডিনার। ক্যান্ডেল লাইট বলেন আর যাই বলেন।

এমন কোন যায়গায় প্রিয় মানুষের সাথে জোৎনা বিলাস। রাত্রি জাগা। জীবনের দুঃখ সুখ ভাগ করে নেওয়া।ঠান্ডা বাতাস খাওয়া।

দিনশেষে এমন কোন যায়গায় ঘুমিয়ে যাওয়া। নতুন একটা দিনের প্রত্যাশা। প্রতিটা দিন নতুনের মতো। অনন্তকাল কেটে যাবে এভাবে।

দোয়া করবেন আমার স্বপ্ন যেন পূরণ করতে পারি।সবকিছু এমন হতে হবে কথা নেই।বাস্তবতার সাথে মিলিয়ে যতটুকু সম্ভব।অন্তত ছোট একটা কটেজে কোন সমুদ্রপাড়ে জীবন কাটিয়ে দিতে চাই।

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখাসমূহ