সাম্প্রতিক লেখাসমূহ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বাচ্চাকালের ভালোবাসা - শাওন সিকদার
ক্লাশ থ্রি এ পড়ি তখন। মেয়েটার নাম বলা যাবেনা। ক্রাশ খেয়ে বসেছি তাকে দেখে নাহ এটা বললে ভুল হবে একদম প্রেমে পড়ে গেছি।সেও আমার ক্লাশমেট ছিলো। সারাদিন গুনগুন করে গান গাই আর তারে ভাবি। কত স্বপ্ন দেখি তারে নিয়ে।সারাক্লাশ তার দিকে তাকিয়ে থাকি।আহা! এখনো মনে আছে ফিলিংস টা! সে কি ভালোবাসা।
তো একদিন আমারি একটা ফ্রেন্ড। সেও আমার মত মজনু ছিলো অন্য মেয়ের প্রেমে। সেই বন্ধুও ক্লাশ থ্রি এ পড়ে। সে একদিন তার প্রেমিকার নাম লিখলো হাতে কলম দিয়ে। এটা দেখে আমার মাথায়ও ভূত চাপলো নাম লেখার। আমিও লিখে ফেললাম কলম দিয়ে সেই নাম। জানিনা এরপর কি হয়েছিলো, আমার ভালোবাসায় কোন খাদ নেই এটা প্রমাণের জন্য জ্যামিতি বক্সের কম্পাস দিয়ে হাত কেটে কেটে ওর নাম লিখছিলাম।কেন যে এমন করলাম আল্লাই জানে। তাও ক্লাশ থ্রি তে।
যাই হোক হাত যে কেটেছি এটা তো ওকে দেখাতে হবে।নইলে কেমনে বুঝবে আমি এত ভালোবাসি।এটা দেখে রাজিও হয়ে যেতে পারে। তো ওকে এটা দেখানোর জন্য ক্লাশের গেইটের সামনে মজনু স্টাইলে দাড়ালাম। দরজার সাথে হেলান দিয়ে।হাতটা মাথার উপর। দরজা দিয়ে যারা আসবে যাবে তারা সবাই দেখবে আমার হাত কেটে একটা নাম লেখা। তো ও এসে পড়লো একসময়। আমার হাতে ওর নাম লেখা দেখেই চটে গেলো।পুরো ক্লাশের সামনে,"শাওন! তুই হাতে এটা কি লেখছোস?তুই আর জীবনে আমার সাথে কথা বলবি না" এটা বলেই হন হন করে বেরিয়ে গেলো।পুরো ক্লাশের সামনে মান ইজ্জত প্লাস্টিক হয়ে গেসে।মজনু বেটা মদন হয়ে গেলাম পুরা।
এখানে থেমে থাকলে কথা ছিলো।কিন্ত ঘটনা এখানেই শেষ নয়।পরের ক্লাশে আমাদের স্কুলের সবচেয়ে জাদরেল স্যার এক জোড়া বেত নিয়ে ক্লাশে প্রবেশ করে। হাসতে হাসতে আমার দিকে তাকায়। এসেই আমারে বলে," প্রেমিক আসছো প্রেমিক" বলেই বেত জোড়া দিয়ে সপাং সপাং করে পাছায় লাগিয়ে দেয়। প্রেমিক মানুষ। না পারি প্রেমিকার সামনে কান্না করতে না পারি সইতে।পুরো ক্লাশ আমার মাইর দেখে অট্টহাসিতে ফেটে পরেছিলো। দোয়া করি সবগুলা পোলার বউ যেন মুটকী হয়। আর সব মাইয়াগুলার জামাই যেন টাকলা হয়। এটাই ছিলো সবচেয়ে লজ্জাজনক ঘটনা।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
জনপ্রিয় লেখাসমূহ
স্বপ্ন কীভাবে মিলে যায়? স্বপ্নের আদ্যোপান্ত - লেখাঃ শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
উদ্ভাসে পড়লেই বুয়েটে চান্স পাওয়া যায়? লেখাঃ শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বাটারফ্লাই ইফেক্টের ১৪ গোষ্ঠী - শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
আমাদের ব্যক্তিত্বের কোন দিক পরিবর্তন করা সবচেয়ে কঠিন? - শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
জীবনে উন্নতির আসল মানে কী? - শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ