সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সাম্প্রতিক লেখাসমূহ

ম্যাচিউরিটি X শাওন সিকদার

ম্যাচিউরিটি হচ্ছে যখন আপনি উপলব্ধি করতে পারবেন যে "মানুষ মূলত এক"। হ্যা বুঝতে পারছি আপনার অনেক বন্ধুবান্ধব আছে যারা আপনাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে, আপনার জন্য সব ধরনের স্যাক্রিফাইস করতে প্রস্তত, আপনার একজন প্রেমিকা আছে যে আপনাকে সত্যিকারের ভালোবাসে, লয়ালটির দিক থেকে সে অতুলনীয়, আপনার জীবনে থাকার লিস্টে বলার মতো এমন বহু আইটেম আছে, তবুও আমি ঘুরেফিরে একই কথা বলবো, " মানুষ মূলত একা "। সাধারনত মানুষ ম্যাচিউরিটি বলতে কী বুঝে? ফেসবুকীয় আবেগী লেখকদের দাঁড়িপাল্লায় যখন আপনি মাপবেন তখন হয়তো নিজের একাকীত্ব নিজের দুর্ভাগ্য গুলোকে চুপচাপ মেনে নেওয়াকেই ম্যাচিউরিটি বলে। আপনার ফ্যামিলির কাছে হয়তো আপনার জীবনের যাবতীয় দুঃখ গুলোকে কবর দিয়ে হাসিমুখে তাদের ভরন পোষন করতে পারাটাই আপনার ম্যাচিউরিটি। আপনার বন্ধুদের কাছে হয়তো আপনার পারিবারিক ব্যেক্তিগত সমস্যাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে তাদের সাথে তাল মিলিয়ে আড্ডা দিতে পারাটাই ম্যাচিউরিটি। আপনার স্কুলের টিচারের কাছে হয়তো তাদের কথায় উঠবস করাটাই ম্যাচিউরিটি, পাশের বাড়ির আন্টির কাছে হয়তো আপনার বুয়েট মেডিকেল এ চান্স পাওয়াটাই ম্যাচিউরিটি। প্রে...

মেয়েরা কেন ছেলেদের দেখলে ওড়না ঠিক করে?

 হুম এটা সত্য। মেয়েরা ছেলেদের দেখলে বার বার ওড়না ঠিক করে। এর তিনটা কারণ হতে পারে।



১)আপনি যা ভাবছেন তাই। হয়তো ছেলেদের মনযোগ আকর্ষনের চেস্টা। কিন্ত এটা খুব রেয়ার কেইস। মেয়েরা যারা ওড়না পড়ে তারা থ্রি পিচ ও পড়ে। আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় থ্রি পিচ পড়া মেয়েরা মধ্যবিত্ত ঘরের হয়। আর মধ্যবিত্ত ঘরের মেয়েরা প্রায় সবাই ধর্মীয় জ্ঞানে বিশ্বাসী, ধর্মকর্ম পালন করে সেই সাথে মার্জিত শিক্ষা সম্পন্ন। মধ্যবিত্ত দের পেটের চেয়ে সম্মান বেশি দামি এজন্য এরা মার্জিত শিক্ষা পেয়ে থাকে। আর এমন ঘরের মেয়েরা কোন ছেলের আকর্ষনের জন্য বার বার ওড়না ঠিক করবে এটা খুব কমই হওয়ার চান্স আছে।

২)হতে পারে মেয়েটার ওড়না বেকায়দায় ছিলো।এজন্য ঠিক করে নিলো। আপনার দেখার সাথে সম্পূর্ণ কাকতালীয়। তবে এটা হওয়ার চান্স আছে।

৩)আর তিন নাম্বার কারণ হলো বখাটে ছেলেরা। রাস্তার পাশে দল নিয়ে দাঁড়িয়ে থাকে। কোন মেয়ে হেটে গেলে পারেনা চোখ দিয়ে গিলে খায়। এমন ভাবে তাকিয়ে থাকে যেন জীবনে প্রথম মেয়ে দেখেছে। আর এসব ছেলেদের চোখ কোথায় থাকে কারো অজানা নয়। এজন্য মেয়েরা চেক করে নেয় ওড়না ঠিক আছে কিনা। কিংবা ওভার শিওর হওয়ার জন্য আবার ঠিক করে নেয়। যাতে মানুষরুপী পশুদের চোখ থেকে নিজেকে রক্ষা করতে পারে।ধন্যবাদ।



মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখাসমূহ