সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সাম্প্রতিক লেখাসমূহ

ম্যাচিউরিটি X শাওন সিকদার

ম্যাচিউরিটি হচ্ছে যখন আপনি উপলব্ধি করতে পারবেন যে "মানুষ মূলত এক"। হ্যা বুঝতে পারছি আপনার অনেক বন্ধুবান্ধব আছে যারা আপনাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে, আপনার জন্য সব ধরনের স্যাক্রিফাইস করতে প্রস্তত, আপনার একজন প্রেমিকা আছে যে আপনাকে সত্যিকারের ভালোবাসে, লয়ালটির দিক থেকে সে অতুলনীয়, আপনার জীবনে থাকার লিস্টে বলার মতো এমন বহু আইটেম আছে, তবুও আমি ঘুরেফিরে একই কথা বলবো, " মানুষ মূলত একা "। সাধারনত মানুষ ম্যাচিউরিটি বলতে কী বুঝে? ফেসবুকীয় আবেগী লেখকদের দাঁড়িপাল্লায় যখন আপনি মাপবেন তখন হয়তো নিজের একাকীত্ব নিজের দুর্ভাগ্য গুলোকে চুপচাপ মেনে নেওয়াকেই ম্যাচিউরিটি বলে। আপনার ফ্যামিলির কাছে হয়তো আপনার জীবনের যাবতীয় দুঃখ গুলোকে কবর দিয়ে হাসিমুখে তাদের ভরন পোষন করতে পারাটাই আপনার ম্যাচিউরিটি। আপনার বন্ধুদের কাছে হয়তো আপনার পারিবারিক ব্যেক্তিগত সমস্যাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে তাদের সাথে তাল মিলিয়ে আড্ডা দিতে পারাটাই ম্যাচিউরিটি। আপনার স্কুলের টিচারের কাছে হয়তো তাদের কথায় উঠবস করাটাই ম্যাচিউরিটি, পাশের বাড়ির আন্টির কাছে হয়তো আপনার বুয়েট মেডিকেল এ চান্স পাওয়াটাই ম্যাচিউরিটি। প্রে...

এক রাতে আয় করুন ১০ বিটকয়েন! - শাওন সিকদার

অনেকেই বলবে সম্ভব না।কিন্ত আমি বলছি সম্ভব এটা।শুধু ১০ টা কেন?আপনি চাইলে এক রাতে আরো বেশি বিটকয়েন আর্ন করতে পারবেন।আজকে আমি সেটাই দেখাবো কীভাবে করবেন।

বর্তমানে এক বিট কয়েন = বাংলাদেশের ৩৬ লক্ষ্য ৮৩ হাজার টাকা প্রায়।

তো বিটকয়েন আয় করতে হলে যেসব কাজ করা লাগবে সেগুলো আমি বলছি। এগুলো খুব সিক্রেট পদ্ধতি ডার্ক ওয়েব থেকে সংগ্রীহিত। তো বুঝতেই পারছেন রিস্ক আছে একটু।তবে আপনি চাইলেই পারবেন।

তো এজন্য প্রথমেই আপনার বিছানার এক পাশে ল্যাপটপ রাখতে হবে।মনে রাখবেন ক্যামেরা যাতে অফ থাকে কারণ ডার্ক ওয়েব থেকে সবসময় নজরদারি করা হয়।ভুলেও যদি আপনার লোকেশন পেয়ে যায় আপনি শেষ।

আরেকটা জিনিস সতর্কতার সাথে করবেন ল্যাপটপে যেন অবশ্যই ওয়াইফাই কানেক্ট থাকে।এরপর বিটকয়েন আয়ের পালা, তো বিয়কয়েন আয়ের জন্য আপনি,

" নাকে তেল দিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ুন।তারপর স্বপ্ন দেখতে থাকুন এক রাতে আপনি ৫ বিটকয়েন আয় করেছেন।কারণ বাস্তবে এটা সম্ভব না"

মন্তব্যসমূহ

samiul বলেছেন…
😂😂😂😂😂

জনপ্রিয় লেখাসমূহ