আমি বাকি সবার মতো করে উত্তর না দিয়ে নিজের জীবনের অভিজ্ঞতার আলোকে উত্তর দেওয়ার চেস্টা করবো।ধন্যবাদ নাজমুল খান ভাইকে অনুরোধ করার জন্য।আমার ১৭ বছরের জীবনে হয়তো একটু বেশিই জীবনের সাথে পরিচিত হয়ে গেছি কিংবা হতেই পারিনি। তবে আমার জীবনের আলোকে বলার চেস্টা করবো।
- যেটা রটে সেটা ঘটে আর সেটা আসলেই ঘটে। কখনোই স্মার্টফোন, ভার্চুয়াল জগত, অনলাইন গেইম এসবে আসক্ত হওয়া উচিৎ নয়।আপনার মনে এমন ধারণা আসা স্বাভাবিক আমি বাকি সবার মতো না। আমার কিছু হবেনা।আমি স্পেশাল হ্যান ত্যান।এটা সম্পূর্ণ ভুল ধারণা।আপনার আশেপাশে যেসব সাধারণ মানুষ দেখেন আপনি তাদের মতো একদম সাধারণ একটা মানুষ।অনেক ক্ষেত্রে তাদের চেয়েও কম।সো আপনি এসবে আসক্ত হবেন না এটা ভাবা ভূল।কীভাবে কখন কোথায় আপনার লাইফ হেল করে দিবে বুঝতেও পারবেন না।
- হুট করেই কাউকে বিশ্বাস করতে শুরু করবেন না।কেউ আপনাকে মুখে কিছু বলে আস্বস্ত করলেই যে সে সেটা করবে এমন কোন কথা নেই।একটা জিনিস জানেন মানুষ নিজেকে নিজেরা যা ভাবে আসলে তারা কিন্ত তা নয়।আগের লাইন টা আবার পরুন, বার বার পরুন।তবুও মাথায় ঢুকান।আপনি নিজেকে যা ভাবেন আপনি আসলে তা না।আপনি যাকে বিশ্বাস করতেছেন সে আসলে তা না।এমন অনেক হয়েছে কেউ একজন আপনাকে কথা দিয়েছে আপনি বিশ্বাস করেছেন দিনশেষে দেখা যায় সে আপনার কথা রাখেনি।বা আপনিও কারো সাথে এটা করেছেন।কারণ কি জানেন?আপনি মুখে যেটা বলেন সেটা হয়তো আপনি বলেন কিন্ত আপনার অবচেতন মন তা বলেনা।মনের চাওয়া আর অবচেতন মনের চাওয়ার এই সংঘাতের কারনে কথা টা রাখা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠেনা অনেকসময়। এটাই স্বাভাবিক।তাই কাউকে কথা দেওয়ার আগে অবচেতন মন কি বলে ভেবে দেখবেন।যেই কথাটা আপনার মনে বার বার উকি দেয় কিন্ত আপনি তাকে সরিয়ে অন্য কিছু চিন্তা করেন আসলে সেটাই আপনাকে আপনার অবচেতন মন বলতে যায়।সেটাই আসল আপনি।তাকে গ্রহণ করুন তাকে নিয়েই চলুন।গ্রহণ করার মতো নাও হতে পারে।তাহলে সামলিয়ে চলুন।পুরোটা আপনার উপর।
- কখনোই ধূমপান করা উচিৎ নয়। এটা সবাই বলেছে প্রায় তবুও আমি বলতেছি কখনো ধূমপান শুরু করবেন না।আমার বাবাকে হারিয়েছি।প্রথমে বলেছিলাম যা রটে তাহা ঘটে। সবাই ধূমপান কে খারাপ বলে মানে ধূমপান আসলেই খারাপ।মানুষ জাতির একটা খারাপ অভ্যাস আছে। ভালো কথা এভাবে বললে কখনো মাথায় ঢুকে না যতক্ষন না সে কোন ভাবে শিক্ষা পেয়ে, ক্ষতিগ্রস্ত হয়ে, ঠকে না শিখে।তাই অনুরোধ রইলো এটা কখনোই করবেন না।চোখ বন্ধ করে দম আটকে প্রতিজ্ঞা করুন কখনোই ধূমপান বা নেশা করবেন না।
- কারো জন্য নিজেকে পরিবর্তন করবেন না।যতক্ষন না পর্যন্ত আপনার মনে হয় আপনার পরিবর্তন হওয়া উচিৎ। দেখাযাবে যাদের জন্য নিজেকে পরিবর্তন করবেন তারাই দিনশেষে হারিয়ে যাবে। বা একজনের জন্য হাজার জনের মনে কষ্ট দিয়ে বসবেন।অথবা নিজের অস্তিত্বই খুইয়ে বসে থাকবেন।যেটা আপনি সেটাই আপনি।এটাই আপনার অস্তিত্ব এটাই আপনার নিজস্বতা। কখনোই পরিবর্তন করবেন না যতক্ষন না আপনার মন থেকে ইচ্ছে হয়।
- ভার্চুয়াল লাইফের রিলেশন কে কখনোই সিরিয়াস ভাবে নিবেন না।দুনিয়া উলটে গেলেও না। এখনকার সময়ের কিশোর কিশোরীদের একটা কমন প্যাটার্ন বলি আপনাদের।ক্লাশ ৯-১০ এ এসে তারা ফেসবুকে এক্টিভ হওয়া শুরু করে।মোটামুটি অনেক অনেক ফ্রেন্ড হয়ে যায়।দেখা যায় এতটাই গভীর বন্ধুত্ব দিনরাত জেগে চ্যাট করে।খাওয়া দাওয়া বাদ,লেখাপড়া বাদ বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন।একটা পর্যায়ে মনে হয় এরাই আমার লাইফ।এরাই আমার সব।এরা আমার জন্য জীবন দিয়ে দিবে।অনেকে মা বাবার চেয়েও গুরুত্ব দিতে শুরু করে।এরপর কয়েকবছর পরে দেখা যায় যাদের জন্য এত কিছু তারা কেউই নেই আর।এদিকে নিজের টাইম,পড়ালেখা,পরিবারের বিশ্বাস সব খুইয়ে বসে থাকে।এরপর শুরু হয় নতুন ট্রেন্ড।একাকীত্ব । বিভিন্ন যায়গায় বলে বেড়ায় আমি অনেক একা।আমার একাকীত্ব। আমার যায়গায় অন্য কেউ থাকলে আত্মহত্যা করতো। হ্যান ত্যান।আমি অন্ধকার জাগতের বাসিন্দা।কত যে কি ভাই সব বলা সম্ভব না।এটা কমন একটা প্যাটার্ন। আমি নিজেই দেখেছি এই প্যাটার্ন মিনিমাম ২০-৩০ জনের মাঝে।তাই বলছি এই টাইপের ভার্চুয়াল রিলেশন বা সম্পর্ক পারলে সব ধরনের ভার্চুয়াল রিলেশন কে একদম হালকা ভাবে নিবেন।সিরিয়াসলি নিবেন না।একে এর মতো ছেড়ে দেন।যেখানে গিয়ে থামে।নিজের বাস্তব জীবনকে গুরুত্ব দেন।ভার্চুয়াল লাইফ একটা মরীচিকা। আর যেটা থেকে দূরে আছেন আপনি সেটাই আসল জীবন।এখনি হাল না ধরলে আর কখনোই পারবেন না।শুভ কামনা সবার জন্য।
মন্তব্যসমূহ