সাম্প্রতিক লেখাসমূহ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ম্যান্ডেলা ইফেক্টের ১৪ গোষ্ঠী - শাওন সিকদার
- ১৯৯৪ সালে যখন নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন তখন হঠাৎ করে একদল মানুষ বলতে শুরু করে নেলসন ম্যান্ডেলা তো ১৯৮০ সালে কারাগারেই মারা গেছেন।তাহলে এ কোথা থেকে আসলো?
তাহলে এই যে বিশাল একদল মানুষ যে এতদিন ধরে জানতেন এবং মনে প্রানে বিশ্বাস করতেন যে নেলসন ম্যান্ডেলা ১৯৮০ সালে মারা গেছে। এটা কীভাবে সম্ভব?
- আরেকটা ঘটনা শুনা যাক।
"What If I told you everything you knew was a lie."
আপনি যদি সিনেমাপ্রেমী হয়ে থাকেন তাহলে হয়তো বুঝে ফেলেছেন, এই বাক্যটি ম্যাট্রিক্স মুভির সেই বিখ্যাত পিল দৃশ্যটি থেকে নেওয়া। মরফিয়াসের বলা এ বাক্যটি এতটাই বিখ্যাত যে, এখনো বিভিন্ন মিডিয়ায় বা ইন্টারনেটে অসংখ্য মিমে এর ব্যবহার দেখা যায়। কিন্তু মজার ব্যাপার হলো, এ বাক্যটি ম্যাট্রিক্স মুভিতেই নেই, কখনোই ছিল না। মরফিয়াস কখনোই নিওকে এমন কিছু বলেইনি।অদ্ভুত না!?
- এবার অন্য আরেকটি ঘটনায় আসা যাক।
অসংখ্য মানুষ শতভাগ নিশ্চিত স্টার ওয়ার্স: এপিসোড পাঁচে ডার্থ ভেডারের সেই বিখ্যাত উক্তিটি ছিল,
"লুক আই এম ইউর ফাদার।"
কিন্তু বাস্তবে মুভিতে সে বলেছিল,
"নো, আই এম ইউর ফাদার।"
- আবার ফরেস্ট গাম্প মুভিতে চকলেট নিয়ে বলা সেই বিখ্যাত লাইনটি মনে আছে?
"My mom always said life is like a box of chocolates. You never know what you're gonna get"
কিন্তু আপনি যদি মুভিটি আবার দেখতে বসেন তাহলে আবিষ্কার করবেন, গাম্প সেই দৃশ্যে বলেছে,
life was like a box of chocolates
- রোয়ার বাংলা থেকে নেওয়া এরকম আরো পাচটি উদাহরণ দেওয়া যাক।যদিও গুগল করলে এমন শত শত উদাহরণ পেয়ে যাবেন।
১. কুইনের বিখ্যাত গান উই আর দ্য চ্যাম্পিয়ন্স গানের একেবারে শেষ লাইনে বলা হয়, উই আর দ্য চ্যাম্পিয়নস। কিন্তু অনেক মানুষ মনে করে গানটির শেষে অফ দ্য ওয়ার্ল্ডস কথাটি আছে।
২. বোর্ড গেইম মনোপলির মাস্কট রিচ আংকেল পেনিব্যাগসের চোখে কখনোই মনোকল ছিল না। কিন্তু অনেক মানুষ বিশ্বাস করে তারা তার চোখে মনোকলস দেখেছিল।
৩. আপনিও জেনে হয়তো অবাক হবেন কিট ক্যাটের মাঝে কোনো হাইপেন নেই।
৪. অনেক স্টার ওয়ার্স ভক্তই বিশ্বাস করত রোবট C-3PO এর পুরো শরীর সোনালী। কিন্তু আসলে তার একটি পা রুপালী।
৫. স্নো হোয়াইট এন্ড দ্য সেভেন ডোয়ার্ফস মুভিতে দুষ্ট রাণী আয়নার দিকে তাকিয়ে কখনোই বলেনি মিরর, মিরর অন দ্য ওয়াল। সে বলেছিল ম্যাজিক মিরর অন দ্য ওয়াল।
কিন্ত এসব আসলে হচ্ছেটা কী?খুব অদ্ভুত লাগে তাই না?আসলে এটা কিন্তু খুব বেশি অপরিচিত কিছু নয়।আসুন আপনার জীবনের একটা গল্প বলি।
ধরুন আজ আপনার ফিজিক্স পরীক্ষা। আপনি কাল সারাদিন সারারাত জেগে প্রিপারেশন নিলেন। তারপর সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সকাল সকাল রওনা দিলেন স্কুলে। কিন্ত সকালে স্কুলে গিয়ে জানতে পারলেন ফিজিক্স এক্সাম তো আজ না। সেটা তো আগামীকাল। তাহলে? এইযে আপনি গতকাল সারাদিন সারারাত এবং আজ সারা সকাল মনে প্রাণে বিশ্বাস করে আসছিলেন আজকেই আপনার ফিজিক্স এক্সাম। সেটা কীভাবে হলো?আপনার বিশ্বাস ম্যাজিকের মতো মিথ্যে হয়ে গেলো।
কি?এখন নিশ্চয়ই বুঝতে পারছেন। উপরের ঘটনা গুলো আসলে আনকমন কিছু না। আপনার সাথেও এরকম অহরহই হয়ে থাকে। আর এটাই হলো ম্যান্ডেলা ইফেক্ট। বেশ কিছু সংখ্যক মানুষ যখন কোনো বিষয় বা ঘটনাকে এমনভাবে মনে রাখে কিন্তু আসলে বাস্তবে তেমন কিছু নেই বা সেভাবে ঘটেনি, তখন তাকে ম্যান্ডেলা ইফেক্ট বলে।ব্যাপার খুব অদ্ভুত কিন্ত আমাদের সাথে এটা অহরহই ঘটে থাকে।
ম্যান্ডেলা ইফেক্ট আসলে একটি নতুন ধারণা। বিজ্ঞান এখনো এটার আসল এবং গ্রহনযোগ্য কোন কারণ বের করতে পারে নি। প্যারালাল ইউনিভার্স, ফলস মেমোরি, টাইম ট্রাভেল, ইন্টারনেট এমন অনেক কারণ উপস্থাপন করা হয়েছে ম্যান্ডেলা ইফেক্টের কারণ হিসেবে। কিন্ত কোনটাই তেমন গ্রহণযোগ্য নয়। চাইলে এগুলোর শর্ট করে বর্ণনা দিতে পারতাম। কিন্ত এমনিতেই আজকে অনেক বকে ফেলেছি। আপনারা হয়তো মনে মনে রাগ দেখায়ে বলতেছেন শাওন ভাই অনেক নির্যাতন করলেন। এজন্য আজকে এখানেই সবার ছুটি। ম্যান্ডেলা ইফেক্টের যে কয়টা কারণ আছে সেগুলো সম্পর্ক অন্যএকদিন লেখা যাবে।
আল্লাহ হাফিজ।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
জনপ্রিয় লেখাসমূহ
স্বপ্ন কীভাবে মিলে যায়? স্বপ্নের আদ্যোপান্ত - লেখাঃ শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
উদ্ভাসে পড়লেই বুয়েটে চান্স পাওয়া যায়? লেখাঃ শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বাটারফ্লাই ইফেক্টের ১৪ গোষ্ঠী - শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
আমাদের ব্যক্তিত্বের কোন দিক পরিবর্তন করা সবচেয়ে কঠিন? - শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
জীবনে উন্নতির আসল মানে কী? - শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ