সাম্প্রতিক লেখাসমূহ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মিনিমালিজম বিস্তারিত - শাওন সিকদার
আজকে আপনাকে সম্পূর্ণ নতুন একটা ধারণার সাথে পরিচিত করিয়ে দিবো। ধারণাটির নাম মিনিমালিজম। এখন বলবেন মিনিমালিজম মানে কী? আসুন বলতেছি
বেচে থাকার জন্য আপনার আসলে কী কী প্রয়োজন? আপনার রুমের আশেপাশে একটু দেখুন। যা যা আছে সব কি আপনার বেচে থাকার জন্য আদৌ দরকারি? খুজে পাচ্ছেন না? আমি হেল্প করি
চিন্তা করুন চোখ বন্ধ করে। আপনি একটা রুমে আছেন। এখানে সকাল থেকে রাতে ঘুমানো পর্যন্ত আপনি কি কি করবেন?এসব কাজের জন্য আপনার কী কী জিনিস দরকার? একটু কষ্ট করে চিন্তা করুন। দেখবেন অধিকাংশ জিনিস যা আপনার রুমে আছে তা আপনার কোন কাজে লাগে না। অপ্রয়োজনীয় জিনিস। আর দেখুন এই অপ্রোয়জনীয় জিনিসেই আপনার রুম অগোছালো হয়ে আছে।
তো এখানে মিনিমালিজমের কাজ কী? মিনিমালিজম ধারণা এখানে কীভাবে বাস্তবায়ন করবো? এখানে মিনিমালিজম ধারণা বাস্তবায়ন করতে হলে আপনাকে বেশিকিছু করা লাগবে না, জাস্ট যেসব জিনিস অপ্রোয়জনীয় সেসব জিনিস সরিয়ে ফেলুন।কেবল ওইসকল জিনিস রাখবেন যেগুলো না হলে আপনার একেবারেই চলবে না। এটুকু করতে পারলেই আপনার মিনিমালিজম বাস্তবায়িত করা হয়ে যাবে।
এখনো আপনার প্রশ্ন থাকতে পারে মিনিমালিজম আসলে কি ?
মিনিমালিজম হল জীবন থেকে অতিরিক্ত বা বাহুল্য সব কিছু কমিয়ে ফেলা। এবং ঠিক যেইটা লাগবে, সেইটা নিয়ে থাকা। খুব কম জিনিস নিয়ে জীবনযাপন করা। এইটা শুধু কাপড় বা ঘরের আসবাবপত্রের জন্য প্রযোজ্য নয়। আমাদের জীবনে সময়টাকে যে সব ক্ষেত্রেই আমরা ব্যবহার করি সব কিছুর জন্যই প্রযোজ্য যেমন বন্ধু বান্ধব ,খাওয়া -দাওয়া,কাজ-কর্ম ,চিন্তা-চেতনা ইত্যাদি। মিনিমাল লিভিং এর প্রধান ধারণাই হল আমার জীবনের ইচ্ছা গুলিকে বা শখ গুলিকে কমিয়ে এনে আমাদের মনকে নির্দিষ্ট এক দুইটা কাজে ফোকাস করতে সাহায্য করা। আর এই এক দুইটা কাজের ধরণ হল জীবনের আত্মিক ,মানুষিক বা শারীরিক উন্নয়ণের প্রয়াজনে জন্য খুব গুরুত্বপূর্ণ কাজ।
আসলে খুব সহজ একটা কন্সেপ্ট। দেখতে যতটাই নর্মাল ততটাই শক্তিশালী। প্রায় সকল মানুষ যারা মিনিমালিজম লাইফ বেছে নিয়েছে তাদের সবার মতে তারা আগের লাইফ থেকে এই মিনিমালিজম লাইফে বেশি হ্যাপি আছে আর তারা এই লাইফেই থাকতে চায়।
এখানে বলা হয়নাই মিনিমালিজম লাইফ আবার কী? আমি জানি আপনারা বুঝে গেছেন এটা কী, আমার আর বিস্তারিত বলা লাগবে না।
মিনিমালিজম লাইফঃ
Minimalism Life লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে দেখা যায় খুব সুন্দর গুছানো পরিপাটি ঘর এর ছবি।
একটা খাট একটা টেবিল , পাশে একটা ফুলের টব।
রান্না ঘরে মাত্র কয়েকটা ক্রোকারিজ।
কাপড়ের আলমারিতে হাতে গোনা কয়েকটা কাপড়।
সব কিছু ঝকঝকে পরিপাটি।
আসলে এই মিনিমালিজম জীবন মানে আরো অনেক কিছু জীবন থেকে পরিপাটি করা।
যেমন আমার ফেসবুকে বন্ধুদের সংখ্যা ৩ হাজার প্লাস সঠিক মানুষ গুলোকে চিনে নেওয়া বাকী গুলোকে ডিলিট করে দেওয়া।
ছেড়ে চলে যাওয়া খুব কাছের বন্ধুর প্রোফাইল লক করে রাখা।
প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় সময় দিয়ে এখানে সেখানে লাইক কমেন্ট করা বন্ধ করতে হবে।
আমি যা পছন্দ করি বা আমার জীবন উন্নয়নের জন্য প্রয়োজন আছে এমন কিছু সাইট প্রতিদিন দেখা।
এতে করে অস্তিরতা কমবে।
হাতের এন্ড্রয়েড ফোন অপ্রোজনীও সব এপস দিয়ে ভর্তি।
নিজেকে প্রশ্ন করা ,আসলেই এগুলো আমার কোন কাজে লাগে।
না শুধুই ইন্সটল করেছি। যদি উপকারেই না আসে তাহলে আনস্টল করে দেওয়া।
এইভাবে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই এই মিনিমালিজম জীবন যাপন করাই হল Minimalist Living .
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
জনপ্রিয় লেখাসমূহ
স্বপ্ন কীভাবে মিলে যায়? স্বপ্নের আদ্যোপান্ত - লেখাঃ শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
উদ্ভাসে পড়লেই বুয়েটে চান্স পাওয়া যায়? লেখাঃ শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বাটারফ্লাই ইফেক্টের ১৪ গোষ্ঠী - শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
আমাদের ব্যক্তিত্বের কোন দিক পরিবর্তন করা সবচেয়ে কঠিন? - শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
জীবনে উন্নতির আসল মানে কী? - শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ