সাম্প্রতিক লেখাসমূহ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
নতুন বছর কে পরিনত করুন জীবনের অন্যতম সেরা বছরে - শাওন সিকদার
নতুন বছরে নিজেকে কী কী উপদেশ দিবেন?
নতুন বছরে আমার নিজের জন্য নিজের কিছু উপদেশ আছে! বলা হয়ে থাকে যারা শুনে শুনে শিখে তাদের আদতে শেখা হয়না ততটা, কিন্ত যারা ঠকে ঠকে শিখে তারা অনেককিছু শিখে যায়! আমিও অনেকটা এরকম ঠকতে ঠকতে শিখেছি! ২১ সালটা আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিলো! বাবার মৃত্যু, ফ্যামিলি ক্রাইসিস,ব্রেকাপ, কিছু মানুষের বিশ্বাসঘাতকতা, স্বপ্নগুলোর অকালমৃত্যু, ডিপ্রেশন সব মিলিয়ে একদম বাজে একটা পরিস্থিতি!
২১ সালে আমার সাথে হওয়া ঘটনাগুলো যতটা না আমার ক্ষতি করেছে ঠিক ততটা জীবন সম্পর্কে আমাকে শিখিয়ে দিয়ে গেছে। যদি ২১ সাল আমার জন্য অভিশাপ হয়ে থাকে তাহলে ২১ সাল আমার জন্য আশীর্বাদ ও। ২১ সালে করা ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার চেস্টা করেছি। কতটুকু পেরেছি জানিনা! তবুও নিজের জন্য কিছু উপদেশ যেগুলো ২২ সালে মেনে চলার চেস্টা করবো!
- যা করার তা এখনি শুরু করে দেওয়া! কোন এক মনীষী বলেছিলেন সবার থেকে এগিয়ে থাকার সূত্র হচ্ছে, "এখনি শুরু করে দেওয়া।" আর এটাই করবো। কাল করবো, পরশু করবো বলে আর করাই হয়ে উঠে না! যদি জীবনে আমি এই ভুলটা না করতাম আজ আমি কোথায় থাকতাম ভেবেই আফসোস হচ্ছে!
- এপিজে আব্দুল কালাম এর একটা বাণী আছে, "স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা পূরণ করার প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না" জিনিসটা সবসময় কাজে লাগানোর চেস্টা করবো। স্বপ্ন দেখলেই হবে না স্বপ্নের জন্য কাজ করতে হবে। সঠিক নিয়ম অনুসরণ করে স্বপ্নের জন্য কাজ করলে অবশ্যই সফল হওয়া যাবে। প্রথমত স্বপ্নের জন্য কাজ করবো আর ২ নাম্বার হলো সঠিকভাবে কাজ করবো। কেবল স্বপ্ন দেখবো না। সফল হওয়া অতটাও কঠিন না যতটা বলা হয়।
- কমিউনিটি গ্রো করবো। একটা কমিউনিটির মাঝে থাকা যে কতটা ফলদায়ক হতে পারে সেটা আমি এই ২১ সালে এসে বুঝেছি। ২০ সাল পর্যন্ত অধিকাংশ সময় আমি একা একাই থাকতাম। আমার তেমন কোন ফ্রেন্ড ই ছিলো না। আমি তখন ভাবতাম কি লাভ এত ফ্রেন্ডশিপ এত কমিউনিটি করে। কিন্ত, ২১ সালে এসে বুঝলাম এতদিন আমি কী কী মিস করেছি। আমার প্রতিভা অনুসারে আমি যথাযথ মূল্যায়িত হইনি কেবলমাত্র কমিউনিটির অভাবে। এজন্য কমিউনিটি গ্রো করবো।
- কঠোর পরিশ্রম করা। আমার একটা দিনের হিসেব করলে দেখা যায় দিনের ৯০% সময় আমি আয়েশেই কাটিয়ে দেই। কঠোর পরিশ্রম বলে একটা শব্দ আছে সেটা জীবনে এপ্লাই করবো। দিনে যারা ৮ ঘন্টা কাজ করে এটাকে তাদের নর্মাল ওয়ার্কিং টাইম বলে। এই ৮ ঘন্টা কাজ করলে সেটা হবে পরিশ্রম। আর এর বেশি যদি করতে পারি তখনি সেটা হবে কঠোর পরিশ্রম। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা কেউই সঠিক ভাবে পরিশ্রমই করিনা সেখানে কঠোর পরিশ্রম তো দূরের কথা। সিম্পলি কঠোর পরিশ্রম করবো যেটা আমাদের প্রজন্মের অধিকাংশই করছে না।
- সবসময় ট্রিপল প্লান নিয়ে চলবো। আমি দেখেছি আমার জীবনে এটা অনেক কাজে লেগেছে। যেকোন কাজের সময় স্ট্রেস ফ্রী রাখে। যেকোন গুরুত্বপূর্ণ কাজ নিশ্চিন্ত মনে করা যায়। আমি যেই কাজ করছি সেই কাজে সফল হবো এমন কোন কথা নেই। সেই কাজে সফল না হলে আমার কোন কাজটা করা বেস্ট হবে সেটা আগেই ঠিক করে রাখবো। এটাকে ব্যাকাপ প্লান বলে। ফলে যা হয় আমাদের স্ট্রেস কমে যাবে। যেই কাজ করছি সেটাতে সফল না হলে তো ব্যাটার প্লান রেডি আছে! টেনশনের কিছুই নেই। আর এমন টেনশনহীন স্ট্রেসমুক্ত কাজে সফলতার চান্স অনেক অনেক বেশি। আমার ব্যাকাপ প্লান যে সবসময় সফল হবে এমন কোন কথা নেই। এজন্য তিননম্বর একটা প্লান মোটামুটি হলেও রেডি রাখতে হবে যেটা ১ম ও ২য় প্লানের পর অন্যতম সেরা প্লান হবে। একদম সিম্পল।
- আমি বিশ্বাস করি মানুষ তার স্বপ্নকে অতিক্রম করার সক্ষমতা রাখে। কেন করি? এমন হাজার হাজার প্রমাণ আমাদের আশেপাশে আছে। আমি নিজেও তার প্রমাণ। ছোট্ট ছোট্ট কিছু ঘটনা আমার মনে এই বিশ্বাসের জন্ম দিয়েছে। যখন ক্লাশ ৯-১০ এ ছিলাম তখন আমি স্বপ্ন দেখতাম কোন একদিন আমি ম্যাথে ৩৩ পেয়ে পাশ করবো। কিন্ত এইচ এস সি তে আমি ম্যাথ এক্সাম তো দিয়েছিই সাথে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ও নিচ্ছি। এমন ছোট ছোট কিছু ঘটনা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে, আমি সব করতে পারি। এজন্য কখনোই ছোট স্বপ্ন দেখবো না। স্বপ্ন যদি দেখতে হয় আমার কল্পনাকে অতিক্রম করার স্বপ্ন দেখবো। আর আমার বিশ্বাস আছে আমি পারবো।
- এন্ড্রোয়েড ডিভাইস থেকে দূরে থাকবো। আমার ভার্সিটির এক্সামের পর থেকে এন্ড্রয়েড মোবাইল ইউজ করা অফ করে দিবো। ব্রাউজিং করার জন্য ল্যাপটপ বা পিসি। আর কথা বলার জন্য একটা বাটন মোবাইল। এটা আমার জীবনে কি পরিবর্তন আনতে চলেছে সেটার কথা ভেবেই আমিই এক্সাইটেড। এটার সুফল নিয়ে লিখতে গেলে মহাকাব্য লেখা যাবে। সিম্পলি বলতে চাই, আমার জীবনে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে এটার ফলে।
- প্রচুর বই পড়বো! বই পড়া যে কতটা উপকারী তা কেবলমাত্র পড়ুয়ারা বুঝবে। একজন লেখক তার বইয়ে তার কল্পনা দিয়ে সৃষ্টি করা সেরা চরিত্রকে তুলে ধরে। আপনি বই পড়ার ফলে লেখকের কল্পনার সেই সেরা চরিত্রকে নিজের মধ্যে ধারণ করবেন। কি ইন্টারেসটিং একটা জিনিস। আমার লাইফে যত পরিবর্তন তার ৯০% ক্রেডিট আমি দিবো আমার বই পড়ার অভ্যাস কে। এন্ড্রয়েডের নেশা থেকে বেরিয়ে আবার বইয়ের নেশায় মগ্ন হওয়ার প্রতীক্ষায়।
- প্রেম ভালোবাসা এসব থেকে একদম হাজার মাইল দূরে থাকবো। প্রথমত ধর্মীয় আর সামাজিক কোন দিক থেকেই প্রেম ভালোবাসা ইথিক্যাল না। আর ২ নাম্বার আমার ক্ষেত্রে এসব প্রেম ভালোবাসা কখনো কোন ভালো অভিজ্ঞতা বয়ে আনেনি। কেবল মাত্র ডিপ্রেশন, কষ্ট, ফাও চিন্তা সবচেয়ে বড় কথা প্রচুর সময় নষ্ট। জীবনের গুরুত্বপূর্ণ সময় ফাও কাজে শেষ করা মানে হুদাই জীবনটাকে হেল করে দেওয়া। অন্য সবার কথা জানিনা কিন্ত আমার ক্ষেত্রে এটা কখনো কোন ভালো অভিজ্ঞতা এনে দেয়নি! একারণে ২২ সালে আমার জীবনে মেয়ে আর প্রেম ভালোবাসার কোন এন্ট্রি থাকবে না।
- প্রচুর ঘুরবো! ছোট্ট একটা জীবনে অল্পকিছু জিনিসই তো আছে উপভোগ করার। কোন প্রকার আফসোস রেখে মরতে চাই না। প্রচুর ঘুরবো।
- যতটা সম্ভব মানুষের উপকার করবো। মানুষের উপকার করার মাঝে একটা আলাদা শান্তি আছে। কারো উপকার করার পর তার কৃতজ্ঞতায় ভরা চোখ, আর মুখে সম্মানের যেই হাসি দেখা যায় তা অমূল্য। মন একদম প্রশান্ত হয়ে যায় । এজন্য যতটা সম্ভব উপকার করবো। সবার।
- আপনারা হয়তো ভাবছেন আমি এত ফালতু জিনিস কেন লিখছি? এটা আসলে আমি আপনাদের জন্য লিখিনি। আমি আমার নিজের জন্য লিখেছি। সবগুলো চিন্তাভাবনা আমার মাথায় থাকলেও গুলিয়ে ছিলো, অনুসরণ করা সম্ভব হতো না। কিন্ত এখন এগুলোর সুন্দর একটা ফর্ম হয়েছে। এখন আমি ক্লিয়ার আসলে আমি কি করতে চাচ্ছি নতুন বছরে। আর হ্যা নতুম বছরে যতবার সমস্যায় পড়বো প্রতিটা সমস্যা এভাবে লিখবো। লিখলে হবে কী আমার সমস্যার সবদিক থেকে বিশ্লেষণ করে সমাধান করা সহজ হবে! যদি না লিখি মাথার ভেতর গুলিয়ে থাকবে সমস্যাগুলো! আর মাথার ভেতর এত সুন্দর ভাবে পয়েন্ট আকারে সাজিয়ে সবদিক থেকে বিশ্লেষণ করে সমাধান করা সোজা কথা না। এই আইডিয়াটা পেয়েছি ইমোশনাল ইন্টেলিজেন্স বই থেকে।
এতবড় লেখাটা আসলে সবাই পড়েনি। আর যেই দু একজন পড়েছে তারা কিছুটা হলেও উপকৃত হয়েছে আশা করি। সৃষ্টিকর্তা সবাইকে সঠিক দৃষ্টিভঙ্গী, সঠিক জ্ঞান, সঠিক রাস্তা প্রদান করুক। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
জনপ্রিয় লেখাসমূহ
স্বপ্ন কীভাবে মিলে যায়? স্বপ্নের আদ্যোপান্ত - লেখাঃ শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
উদ্ভাসে পড়লেই বুয়েটে চান্স পাওয়া যায়? লেখাঃ শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বাটারফ্লাই ইফেক্টের ১৪ গোষ্ঠী - শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
আমাদের ব্যক্তিত্বের কোন দিক পরিবর্তন করা সবচেয়ে কঠিন? - শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
জীবনে উন্নতির আসল মানে কী? - শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ