সাম্প্রতিক লেখাসমূহ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
স্কুল পালানোর স্মৃতি - শাওন সিকদার
স্কুল জীবনে আমি মাত্র ৫-৬ মাস নিয়মিত ক্লাশ করেছি। তাও ক্লাশ ৬ এ। এরপর থেকে কখনো নিয়মিত ক্লাশ করিনি 😶 প্রতিদিন এক ক্লাশ দুই ক্লাশ করে পালিয়ে যেতাম। শুধু হাজিরা খাতায় নাম উঠে গেলেই হইতো। ক্লাশ ৭-৮ এর দিকে আমাদের ক্যাম্পাস ছিলো রাস্তার সাথে। লাইব্রেরি আর স্যারদের রুম ছিলো অনেক দূর। এক স্যার যখন ক্লাশ শেষ করে যেত তখন অন্য স্যার আসতে আসতে ৫-১০ মিনিট লেগে যেতো। এই ফাকে ব্যাগ কাধে নিয়ে এক দৌড়ে স্কুলের এড়িয়ার বাইরে চলে আসতাম। আবার ৯-১০ এর দিকে আমাদের ক্যাম্পাস চেঞ্জ হয়। তিনতলা ছিলো সেটা। সেখানে দ্বীতিয় তলায় একটা জানালা ছিলো ছোট্ট। সেটা দিয়ে এক লাফে রাস্তায় নেমে স্কুল পালাতাম তখন। এরপর স্যারেরা সেই জানালাটাও বন্ধ করে দেয় ইট সিমেন্ট দিয়ে😐 এরপর আবার নতুন স্টাইল ফলো করতাম। জানালা দিয়ে বই বাইরে ফেলে দিতাম। গেইটে পাহাড়াদার হিসেবে দপ্তরি দাঁড়িয়ে থাকতো। আর ওই গেইট ছাড়া বেরোনোর উপায় থাকতো না। এজন্য বই বাইরে ফেলে দপ্তরিকে গিয়ে বলতাম যে ঝালমুড়ি খেতে যাবো। এটা বলে বাইরে থেকে বই নিয়ে এক দৌড়ে পগার পাড়।😶
এমনি একদিন বই ফেলে দিয়ে রেডি হয়েছি পালানোর জন্য। হঠাৎ করেই বেরোতে যাবো এমন সময় দেখি ক্লাশে আসতেছে জহির স্যার। আমাদের চরফ্যাশন ট্যাফনাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয় এর সবচেয়ে জাদরেল স্যার হলেন উনি। উনাকে দূর থেকে দেখলেই আমার কাপাকাপি শুরু হয়ে যেতো। নিয়মিত ক্লাশ না করার সুবাদে সেদিন জানতাম ও না যে ওইটা সেই জহির স্যারের ক্লাশ। ক্লাশে এসেই বই নিয়ে বসলো। স্যারের নিয়ম ছিলো ক্লাশে যদি বই না আনি তাইলে মাইর খেতে হবে। আর আমি নিয়মিত খালি ব্যাগ নিয়েই স্কুলে যেতাম। যাই হোক সেদিন হঠাৎ করে কে যেন বলে উঠলো পেছন থেকে যে স্যার শাওন বই আনে নাই। 😶 এরপর স্যার হাতের স্কেলটা নিয়ে আস্তে আস্তে উঠে আসলো🥺 মনে হইসিলো হার্ট এটাক করবো। এসেই বলে তোর বই কই? এদে দেখে আমার সামনে ব্যাগ ই নেই। মানে পালানোর জন্য আগেই ব্যাগ জানালা দিয়ে ফেলে দিয়েছিলাম। স্যারের বেশি টাইম লাগেনি এটা বুঝে যেতে। আমারে বলে কান ধর😶 এরপর কান ধরার পর হাতের স্কেল দিয়ে ইচ্ছেমতো পশ্চাতদেশে মারের উপ্রে মার। সেদিন ক্লাশে আমার ক্রাশ ও ছিলো🙂 ক্রাশের সামনে মার খাওয়ার অন্যরকম অভিজ্ঞতা। কান্নাও করতে পারিনি 🥺 এরপর স্যার মারা শেষ হলে নিজের চেয়ারের দিকে যায় আর বলে এটাকে মাইর বলেনা এটাকে বলে আদর! লাল আদর🙂 আমারে জিজ্ঞেস করে বল এটা কী? একে তো মার খেয়ে অবস্থা খারাপ তাই চুপ করে ছিলাম তার উপর জোর করে মারের ভয় দেখিয়ে আমার মুখ থেকে বলাইসে এটা নাকি আদর🙂
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
জনপ্রিয় লেখাসমূহ
স্বপ্ন কীভাবে মিলে যায়? স্বপ্নের আদ্যোপান্ত - লেখাঃ শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
উদ্ভাসে পড়লেই বুয়েটে চান্স পাওয়া যায়? লেখাঃ শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বাটারফ্লাই ইফেক্টের ১৪ গোষ্ঠী - শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
আমাদের ব্যক্তিত্বের কোন দিক পরিবর্তন করা সবচেয়ে কঠিন? - শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
জীবনে উন্নতির আসল মানে কী? - শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ