সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সাম্প্রতিক লেখাসমূহ

ম্যাচিউরিটি X শাওন সিকদার

ম্যাচিউরিটি হচ্ছে যখন আপনি উপলব্ধি করতে পারবেন যে "মানুষ মূলত এক"। হ্যা বুঝতে পারছি আপনার অনেক বন্ধুবান্ধব আছে যারা আপনাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে, আপনার জন্য সব ধরনের স্যাক্রিফাইস করতে প্রস্তত, আপনার একজন প্রেমিকা আছে যে আপনাকে সত্যিকারের ভালোবাসে, লয়ালটির দিক থেকে সে অতুলনীয়, আপনার জীবনে থাকার লিস্টে বলার মতো এমন বহু আইটেম আছে, তবুও আমি ঘুরেফিরে একই কথা বলবো, " মানুষ মূলত একা "। সাধারনত মানুষ ম্যাচিউরিটি বলতে কী বুঝে? ফেসবুকীয় আবেগী লেখকদের দাঁড়িপাল্লায় যখন আপনি মাপবেন তখন হয়তো নিজের একাকীত্ব নিজের দুর্ভাগ্য গুলোকে চুপচাপ মেনে নেওয়াকেই ম্যাচিউরিটি বলে। আপনার ফ্যামিলির কাছে হয়তো আপনার জীবনের যাবতীয় দুঃখ গুলোকে কবর দিয়ে হাসিমুখে তাদের ভরন পোষন করতে পারাটাই আপনার ম্যাচিউরিটি। আপনার বন্ধুদের কাছে হয়তো আপনার পারিবারিক ব্যেক্তিগত সমস্যাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে তাদের সাথে তাল মিলিয়ে আড্ডা দিতে পারাটাই ম্যাচিউরিটি। আপনার স্কুলের টিচারের কাছে হয়তো তাদের কথায় উঠবস করাটাই ম্যাচিউরিটি, পাশের বাড়ির আন্টির কাছে হয়তো আপনার বুয়েট মেডিকেল এ চান্স পাওয়াটাই ম্যাচিউরিটি। প্রে...

কবিতাঃ বাদ্যকার লেখকঃ শাওন সিকদার

 আধাছেড়া তার টানা, 

দুর্বল ভঙ্গুর!

পুরনো এক গিটারের, 

মলিন সে কি সুর!

কাকে ভেবে বাজে রোজ?

অসময় অবেলায়!

কিসের আশায় আবিরাম?

ভাসছে সুরের ভেলায়!


সে কেবল দেখেছে,

পুরনো কি এক গিটার! 

সুর ধরানোর চেস্টায়,

অজানা বাদ্যকার!

বুঝেনি মলিন সুরের,

আতর্নাদ ভালোবাসার! 

দেখেনি বাদ্যকারের,

অশ্রু চোখের হাহাকার!


বুঝেনি কখনো সে,

বাদ্যকারের মলিন সুরের ভাষা!

বুঝেনি কখনো সে,

বাদ্যকারের সুর ফিরে পাওয়ার আশা!

দেখেনি কখনো সে,

বাদ্যকারের আটকে আসা নিঃশ্বাস,

দেখেনি কখনো সে,

বাদ্যকারের ভাঙাচোরা বিশ্বাস!

বলেনি কখনো সে,

হবে বাদ্যকারের সেই সুর!

বলেনি হারাবে সে,

বাদ্যকারের সাথে, দূর বহুদূর! 


আজও অবিরাম বেজে যায়,

শুনবে শুধু সে, সেই আশায়!

শুনেনিযে সে সেই সুর,

দেখেনি লুকোনো ছায়া!

চলে গেছে বহুদূর,

মারিয়ে সে সুরের মায়া!

চলে গেছে তার প্রিয়,

নতুন সুরের খোজে!

পুরোনো সেই বাদ্যকার,

আজও রোজ করে সাজে!

ভঙ্গুর সেই গিটার,

আজও নিয়ম করে বাজে!

ভাঙাচোরা সেই গিটারের,

পুরোনো সেই সুর!

আরও বেজে চলে রোজ,

সকাল সন্ধ্যা দুপুর!

শুধু নেই তার প্রিয়তমা,

ভালোবাসা, অপূর্ণতায় ভরপুর!



কবিতাঃ বাদ্যকার

লেখকঃ শাওন সিকদার 

৪/১/২০২১

৩ঃ০৩ AM



মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখাসমূহ