সাম্প্রতিক লেখাসমূহ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
কবিতাঃ বাদ্যকার লেখকঃ শাওন সিকদার
আধাছেড়া তার টানা,
দুর্বল ভঙ্গুর!
পুরনো এক গিটারের,
মলিন সে কি সুর!
কাকে ভেবে বাজে রোজ?
অসময় অবেলায়!
কিসের আশায় আবিরাম?
ভাসছে সুরের ভেলায়!
সে কেবল দেখেছে,
পুরনো কি এক গিটার!
সুর ধরানোর চেস্টায়,
অজানা বাদ্যকার!
বুঝেনি মলিন সুরের,
আতর্নাদ ভালোবাসার!
দেখেনি বাদ্যকারের,
অশ্রু চোখের হাহাকার!
বুঝেনি কখনো সে,
বাদ্যকারের মলিন সুরের ভাষা!
বুঝেনি কখনো সে,
বাদ্যকারের সুর ফিরে পাওয়ার আশা!
দেখেনি কখনো সে,
বাদ্যকারের আটকে আসা নিঃশ্বাস,
দেখেনি কখনো সে,
বাদ্যকারের ভাঙাচোরা বিশ্বাস!
বলেনি কখনো সে,
হবে বাদ্যকারের সেই সুর!
বলেনি হারাবে সে,
বাদ্যকারের সাথে, দূর বহুদূর!
আজও অবিরাম বেজে যায়,
শুনবে শুধু সে, সেই আশায়!
শুনেনিযে সে সেই সুর,
দেখেনি লুকোনো ছায়া!
চলে গেছে বহুদূর,
মারিয়ে সে সুরের মায়া!
চলে গেছে তার প্রিয়,
নতুন সুরের খোজে!
পুরোনো সেই বাদ্যকার,
আজও রোজ করে সাজে!
ভঙ্গুর সেই গিটার,
আজও নিয়ম করে বাজে!
ভাঙাচোরা সেই গিটারের,
পুরোনো সেই সুর!
আরও বেজে চলে রোজ,
সকাল সন্ধ্যা দুপুর!
শুধু নেই তার প্রিয়তমা,
ভালোবাসা, অপূর্ণতায় ভরপুর!
কবিতাঃ বাদ্যকার
লেখকঃ শাওন সিকদার
৪/১/২০২১
৩ঃ০৩ AM
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
জনপ্রিয় লেখাসমূহ
স্বপ্ন কীভাবে মিলে যায়? স্বপ্নের আদ্যোপান্ত - লেখাঃ শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
উদ্ভাসে পড়লেই বুয়েটে চান্স পাওয়া যায়? লেখাঃ শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বাটারফ্লাই ইফেক্টের ১৪ গোষ্ঠী - শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
আমাদের ব্যক্তিত্বের কোন দিক পরিবর্তন করা সবচেয়ে কঠিন? - শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
জীবনে উন্নতির আসল মানে কী? - শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ