সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সাম্প্রতিক লেখাসমূহ

ম্যাচিউরিটি X শাওন সিকদার

ম্যাচিউরিটি হচ্ছে যখন আপনি উপলব্ধি করতে পারবেন যে "মানুষ মূলত এক"। হ্যা বুঝতে পারছি আপনার অনেক বন্ধুবান্ধব আছে যারা আপনাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে, আপনার জন্য সব ধরনের স্যাক্রিফাইস করতে প্রস্তত, আপনার একজন প্রেমিকা আছে যে আপনাকে সত্যিকারের ভালোবাসে, লয়ালটির দিক থেকে সে অতুলনীয়, আপনার জীবনে থাকার লিস্টে বলার মতো এমন বহু আইটেম আছে, তবুও আমি ঘুরেফিরে একই কথা বলবো, " মানুষ মূলত একা "। সাধারনত মানুষ ম্যাচিউরিটি বলতে কী বুঝে? ফেসবুকীয় আবেগী লেখকদের দাঁড়িপাল্লায় যখন আপনি মাপবেন তখন হয়তো নিজের একাকীত্ব নিজের দুর্ভাগ্য গুলোকে চুপচাপ মেনে নেওয়াকেই ম্যাচিউরিটি বলে। আপনার ফ্যামিলির কাছে হয়তো আপনার জীবনের যাবতীয় দুঃখ গুলোকে কবর দিয়ে হাসিমুখে তাদের ভরন পোষন করতে পারাটাই আপনার ম্যাচিউরিটি। আপনার বন্ধুদের কাছে হয়তো আপনার পারিবারিক ব্যেক্তিগত সমস্যাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে তাদের সাথে তাল মিলিয়ে আড্ডা দিতে পারাটাই ম্যাচিউরিটি। আপনার স্কুলের টিচারের কাছে হয়তো তাদের কথায় উঠবস করাটাই ম্যাচিউরিটি, পাশের বাড়ির আন্টির কাছে হয়তো আপনার বুয়েট মেডিকেল এ চান্স পাওয়াটাই ম্যাচিউরিটি। প্রে...

জার্মানি তে উচ্চশিক্ষা

 It's Shaon:

#উচ্চশিক্ষা_প্রসংগ_ও_আমার_অভিজ্ঞতা!

#পর্বঃ১

জার্মান আসার ক্ষেত্রে অনেকেই বুঝে উঠতে পারেন না কীভাবে সব কিছু শুরু করা যায় কিংবা আমি ফিট কিনা !!

এই পোস্ট মূলত আমার জার্মান আসার এক্সপেরিয়েন্স পাশাপাশি প্রসেসিং কীভাবে করতে হবে তা শেয়ার করা। এই পোস্ট এর আরেকটা কারণ হতে পারে উচ্চশিক্ষার জন্য জুনিয়রদের এনকারেজ করা!

উচ্চশিক্ষার জন্য জার্মান আসা একটি Golden Opportunity. বিশেষ করে বিনা খরচে পড়াশুনার সুযোগ এবং পড়াশুনা শেষে চাকরী , এই ২ টা লোভনীয় জিনিস তো আছেই। তাই এ ধাপে কিভাবে জার্মান আসার প্রক্রিয়া নিয়ে কথা বলবো । কীভাবে বুঝবেন যে আপনি উচ্চশিক্ষার জন্য Fit কিনা! প্রথম পর্ব আপনার জন্য৷ এই পর্বের প্রত্যেকটা ধাপ আপনি উর্ত্তীর্ণ হতে পারলেই বুঝবেন আপনি উচ্চশিক্ষার জন্য রেডী।

Lets Begin!

#Motivation:

প্রথমত বলা যায় উচ্চশিক্ষার জন্য সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য্য ৷ এই পরীক্ষায় উর্ত্তীর্ণ হতে পারলে আপনাকে আর কেউ ঠেকাতে পারবেনা। patience is bitter, But its frueit is sweet. বিশেষ করে ১-১.৫ বছর পরিবার, আত্নীয়-স্বজন, বন্ধু- বান্ধব, সমাজ এসব ফেইস করার জন্য মানসিক প্রস্তুতি। বিশ্বাস করেন এমনো গেছে এক একটা দিন মনে হতো এক এক বছরের সমান।

বি এস সি শেষ করার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং কমন প্রশ্ন হবে- " জব কবে করবা? অমুক তো অনেক কিছু করে ফেলছে!? তুমি কি করছো! মনে রাখতে হবে Silence is sometimes the best answer.

আরেকটা বিষয় হচ্ছে ফোকাস ও মটিভেশান ঠিক রাখা। আমি বাইরে পড়াশুনা করবো মানে বাইরেই করবো। অনেক যব অপর্চুনিটি অনেক কিছু আসতে পারে, ছেড়ে দেয়ার পতো মটিভেশান থাকতে হভে।"আমার বন্ধু জুনিয়র পোস্ট থেকে সিনিয়র হয়ে যাচ্ছে। কাড়ি কাড়ি টাকা কামাচ্ছে" এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। মনে রাখতে হবে" উস্তাদের মাইর অলয়েজ শেষ রাতে!! " এমন দিন আসবে আপনার শুধু এক মাসের ইনকাম হবে তাদের ১ বছরের সেভিংস। So Dont loose Hope!

#নামসংশোধনীঃ

আপনার পাসপোর্টের নাম আপনার সার্টিফিকেটের নাম ও জন্মসনের সাথে অবশ্যই মিলতে হবে। আপনার NID, আপনার পিতা মাতার নাম NID, Passport কিছুই লাগবেনা। সুতরাং তাদের নামের বানান একটু এদিক সেদিক হলে জার্মানে কোনো সমস্যা হবেনা। Safe Side এ থাকার জন্য Affidavite করা যেতে পারে তবে দরকার নেই।

#CGPA:

রেজাল্ট সর্বনিম্ন ৩.৩ হলে ভার্সিটি থেকে অফার পাওয়ার লেটার পসিবিলিটি ৮০%। তবে রেজাল্ট ৩ এর বেশী হলে চেষ্টা করা যেতে পারে৷ তবে অনেক ভার্সিটিতে এপ্লাই করা লাগবে সেক্ষেত্রে৷ রেজাল্ট ৩ এত কম হলে পাব্লিক ভার্সিটিতে চান্স পাওয়ার পসিবিলিটি ১০%. তবে টাকা পয়সা দিয়ে প্রাইভেট কোর্সে ভর্তি হওয়া যেতে পারে সেক্ষেত্রে পার সেমেস্টার ৩-৬ লক্ষ টাকা খরচ হতে পারে।

#Skill:

অনেকেই আমাকে কমন প্রশ্ন করে”আমার সিজিপিএ কোনো রকম এদিক সেদিক করে পার করে ভালো করে ফেলেছি ভাই। প্রোগ্রামিং নলেজ বা সাবজেক্ট রিলেটেড স্কিল কম।“ বিশেষ করে কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে প্রোগ্রামিনং পারিনা এসব শুনা যায়।মজার কথা হলো এম্বেসি অফারলেটার পাওয়ার জন্য স্কিল / প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ম্যাটার করে না। তবে জব পাওয়ার জন্য স্কিল অবশ্যই ম্যাটারস। সুতরাং স্কিল ডেভেলাপমেন্ট এ টাইম ইনভেস্ট করা দরকার ভার্সিটির শেষ দুই সেমেস্টার থেকেই। মনে রাখতে হবে The future belongs to those who learn more skills and combine them in creative ways.

#IELTS:

না ভাই আইএলটিএস ছাড়া আসা পসিবল না। এখানে কেউ আপনার সাথে বাংলায় কথা বলবেনা৷ ইংরেজি ভীতি থাকলে দেশের বাইরে আসায় উচিত না। জার্মান এম্বেসি মিনিমাম রিকোয়ার্মেন্ট -৬। কোন ব্যান্ড এ কে কতো পেয়েছেন সেটা ফ্যাক্ট না। আইইএলটিএস ৬.৫ এর উপর হলে টপ রেংকিং ভার্সিটিতে চান্স পাওয়ার পসিবিলিটি বেশি। তবে ভার্সিটিতে চান্স পেতে হলে MOI ( medium of instruction) দিয়ে এপ্লাই করে অফার লেটার পাওয়া যেতে পারে৷ তবে এম্বেসি ফেস করার জন্য আইএলটিএস ইজ এ মাস্ট৷

#StudyGap:

আপনি যদি ফ্রেশার হোন তবে ওয়ার্ক এক্সপেরিয়েন্স দরকার নেই। যদি ১-২ বছর স্টাডি গ্যাপ থাকে তবে ভালো একটা মটিভেশন লেটার দিয়ে এম্বেসি কে বুঝাতে পারেন। তবে স্টাডি গ্যাপ বেশী হলে ওয়ার্ক এক্সপেরিয়েন্স ইজ এ মাস্ট।

#ScholarshipOrBlockMoney:

জার্মানের জন্য সবচেয়ে প্রেস্টিজিয়াস স্কলার্শীপ হচ্ছে Erasmus ,DAAD and so on. স্কলার্শীপ পাওয়ার জন্য জব এক্সপেরিয়েন্স ( ২ বছর), হাই সিজিপিএ ও ভলান্টারি এক্সপেরিয়েন্স দরকার।

যারা Scholarship পাওয়া পসিবল হবে মনে না করেন তাদের ১ বছরের জন্য ব্লক মানি রেডি করতে হবে আনুমানিক ১১ লক্ষ টাকা । যা আপনি পরবর্তীতে জার্মান যাওয়ার পর প্রতি মাসে ৯০ হাজার টাকা করে ১ বছরে পুরো টাকা আপনাকে ফেরত দেবে। পুরো টাকাটাই refundable.


#SemesterContributionFeeOrTransportation:

এখানে প্রত্যাক সেমেস্টারে (৬মাসে) একটি নামমাত্র মূল্যের সেমেস্টার ফি দেয়া লাগে যাকে আপনি ট্রান্সপোর্টেশান ফি ও বলতে পারেন। অনুমানিক ৩০ হাজার-৪০ হাজার টাকা। এই খরচের সাথে আপনি জার্মানের যে স্টেটে আসবেন সে স্টেটের Semester Ticket দিয়ে দেয়া হবে। যা দিয়ে আপনি স্টেটের সব সিটিতে সব ধরণের Train(S-Bhan,U-Bhan),Tram, Bus এ ফ্রিতে চড়তে পারবেন। সব ধরণের স্টাডি ম্যাটেরিয়াল ও ফ্যাসিলিটি আপনি এই নামমাত্র মূল্যের Study Card দিয়ে নিতে পারবেন।

#অন্যান্যখরচঃ

ডকোমেন্ট নোটারি -১০০ টাকা

এপ্লিকেশান ফি- ৭৫০০, এই টাকায় Uni Assist এ প্রথমবার রেজাল্ট ইভালুয়েশান ও ১ টি ইউনিভার্সিটিতে এপ্লাই করা যাবে। এর পর থেকে পার ইউনিভার্সিটি এপ্লাই ফি -৩০০০।

ব্যাংক ফাইল ওপেনিং-৬০০০-৭০০০ টাকা ( যার মাধ্যমে ব্লক এর টাকা পাঠাবেন)

সেমেস্টার এনরুলমেন্ট ফি-৩০০০০-৪০০০০ টাকা

এম্বেসি ভিসা ফি-৮০০০টাকা

প্লেন ফেয়ার-৬০০০০-৯০০০০ টাকা।

শপিং খরচ আপনার উপর ডিপেন্ড করবে। ব্লক এর বাইরে ২ লক্ষ – ৩ লক্ষ টাকা এক্সট্রা খরচ হতে পারে।

#মাসিকখরচ-

বাসা ভাড়া-২৫০০০-৪০০০০ টাকা

হ্যালথ ইন্সুরেন্স- ১২ হাজার টাকা

খাওয়া দাওয়া- ১৫-২০ হাজার টাকা

#মাসিকইনকামঃ

As A Student এখানে odd job ও student job করা যেতে পারে। আপনার ঘন্টাপ্রতি সর্বনিম্ন মজুরী ১২০০ টাক। Hard Working করলে ৮০ হাজার থেকে ১.৫ লক্ষ টাকা মাসে আয় করা সম্ভব।

#মধ্যবিত্তওনিম্নবিত্তপরিবারঃ

আমার দেখা এখানে অনেকেই আছে এখানে যারা ধার কর্য করে ব্লকের টাকা ম্যানেজ করে জার্মান এসেছে। আপনি যদি Highly Motivated & Hard Working material হোন ট্রাস্ট মি ৬-১২ মাসের মধ্যে আপনি সব টাকা দেশে ব্যাক করতে পারবেন। আপনার পরিবার আপনার উপর হাইলি ডিপেন্ডেন্ট হয় এবং আপনাকে জমি বেচে আসা লাগে তবে আমি আপনাকে ডিস্কারেজ করবো। যেকোনো সময় mood swing হতে পারে অথবা নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে কষ্ট হতে পারে যা আপনাকে রিস্কে ফেলে দিবে।

এতোক্ষণে নিশ্চয় বুঝা হয়ে গেছে আপনি উপযুক্ত কিনা! এই বিষয়গুলো ঠিক করতে পারলেই পরের লেখাগুলো আপনার জন্য....

#EmbessyAppoinment:

আপনি যদি হাইলি মটিভেটেড হোন জার্মান আপনি আসবেনই তবে জার্মান এম্বেসি ঢাকার ওয়েবসাইটে গিয়ে without offer letter option select করে এপয়েন্টমেন্ট নিয়ে রাখতে পারেন। যেহেতু ওয়েটিং পিরিয়োড ১৩ মাস আগে নিলে ভালো। সেক্ষেত্রে ১৩ মাসের মধ্যে অফার লেটার ম্যানেজ করতে হবে। Everything is a risk. Not doing anything is a risk. It's up to you.

#Documentation:

প্রাথমিক অবস্থায় দরকার নিম্নোক্ত ডকোমেন্ট রেডি করা-

১. SSC+ HSC Certificate+ Trascript

২. MOI ( Medium of Instruction)

৩. BSC Transcript + Certificate

৪.Passport

৫.Recommendation Letter ( 2 copy)

৬.Study of Purpose / Motivation Letter

৭.Work Experience ( না থাকলেও চলবে)

৮. CV ( Europass Format)

এই ৮ টি ডকোমেন্ট Scan copy অবশ্যই আপনার কাছে থাকবে। ৪-৫ কপি এম্বেসি এটাস্টেড কিংবা নোটারী করে রাখা যেতে পারে।

#UniversityApplicationDeadline:

Winter Semester- জুলাই ১৫ পর্যন্ত

Summer Semester- জানুয়ারী ১৫ পর্যন্ত

Deadline এর উপর বেইস করে আপনার প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখা যেতে পারে। এরপরের ধাপে ভার্সিটি সিলেকশান, ভার্সিটি এপ্লিকেশান, অফারলেটার পাওয়া, ব্যাংক একাউন্ট ওপেনিং, ব্লক মানি রেডি করে এম্বেসী ফেস করে ভিসুম ( ভিসা) সিকিউর করার পাআ!


লেখকঃ

মোহাম্মাদ আনাস

Msc in High Integrity System, FUAS


মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখাসমূহ