সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সাম্প্রতিক লেখাসমূহ

ম্যাচিউরিটি X শাওন সিকদার

ম্যাচিউরিটি হচ্ছে যখন আপনি উপলব্ধি করতে পারবেন যে "মানুষ মূলত এক"। হ্যা বুঝতে পারছি আপনার অনেক বন্ধুবান্ধব আছে যারা আপনাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে, আপনার জন্য সব ধরনের স্যাক্রিফাইস করতে প্রস্তত, আপনার একজন প্রেমিকা আছে যে আপনাকে সত্যিকারের ভালোবাসে, লয়ালটির দিক থেকে সে অতুলনীয়, আপনার জীবনে থাকার লিস্টে বলার মতো এমন বহু আইটেম আছে, তবুও আমি ঘুরেফিরে একই কথা বলবো, " মানুষ মূলত একা "। সাধারনত মানুষ ম্যাচিউরিটি বলতে কী বুঝে? ফেসবুকীয় আবেগী লেখকদের দাঁড়িপাল্লায় যখন আপনি মাপবেন তখন হয়তো নিজের একাকীত্ব নিজের দুর্ভাগ্য গুলোকে চুপচাপ মেনে নেওয়াকেই ম্যাচিউরিটি বলে। আপনার ফ্যামিলির কাছে হয়তো আপনার জীবনের যাবতীয় দুঃখ গুলোকে কবর দিয়ে হাসিমুখে তাদের ভরন পোষন করতে পারাটাই আপনার ম্যাচিউরিটি। আপনার বন্ধুদের কাছে হয়তো আপনার পারিবারিক ব্যেক্তিগত সমস্যাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে তাদের সাথে তাল মিলিয়ে আড্ডা দিতে পারাটাই ম্যাচিউরিটি। আপনার স্কুলের টিচারের কাছে হয়তো তাদের কথায় উঠবস করাটাই ম্যাচিউরিটি, পাশের বাড়ির আন্টির কাছে হয়তো আপনার বুয়েট মেডিকেল এ চান্স পাওয়াটাই ম্যাচিউরিটি। প্রে...

আমার লেখা ২য় প্রেমপত্র - শাওন সিকদার

প্রিয় অনু,ভালোবাসি! আজকেও ভালোবাসা দিয়ে শুরু করলাম।লিখতে বসে গেলাম তোমাকে নিয়ে। ভালোলাগে তোমাকে নিয়ে লিখতে।মুড অফ থাকলে তোমাকে নিয়ে লিখলে মুড ভালো হয়ে যায়।কি লিখতে বসেছি জানিনা যা মনে আসে তাই লিখবো।পড়ে নিও কষ্ট করে।

তোমার নামের রোদ্দুরে,
আমি ডুবেছি সমুদ্দুরে,
জানিনা যাবো কতদুরে এখনো.....
আর আমার সন্ধে সকালে,
তুমি কেন এলে জানিনা এখনো.....


গানটা শুনেছো? আমি ইদানীং প্রচুর শুনি গানটা। যখনি চোখ বন্ধ করে গানটা শুনি চোখের সামনে একটা হাসিমাখা মুখ ভেসে উঠে। হাসছে প্রচুর সে আর আমি দেখছি অবাক হয়ে।বলতে হবে না নিশ্চয়ই কাকে দেখি।আমি আসলেই অনু নামের মেয়েটার মাঝে ডুবে গেছি।তার এই হাসিটা এত কেন টানে আমায়?একটা কথা বলো তোমার হাসি এত মিষ্টি কেন?ছোটবেলায় কি মধু বেশি খাইছো?আচ্ছা অনু, আমাকে তোমার জীবনের প্রতিটি হাসির কারণ হওয়ার সুযোগ দিবা?বিশ্বাস করো এই হাসি কখনো হারাতে দিবো না।


আমার পোড়া কপালে,

আর আমার সন্ধে সকালে,

তুমি কেন এলে জানিনা এখনো!


সত্যিই গানটা আমার জন্য লেখা হয়েছে।আচ্ছা বলতো আমার পোড়া কপালে কেন আসলে তুমি?আমি কি যোগ্য তোমার।আমার মনে হয় তুমি পুরো দুনিয়া ডিজার্ভ করো আর আমি সেখানে নগন্য এক ধূলিকণা। এজন্য সাহস করে বলতে পারিনা আজো, ভালোবাসি অনু। তুমি যদি হারিয়ে যাও?আমার দুনিয়া হারিয়ে গেলে আমি বাচবো কীভাবে?শ্বাস আটকে মারা যাবোনা বলো?


কালকে একটা ব্যপার খারাপ লেগেছে আমার।কমেন্ট বক্সে পুরো ব্যাপারটা মজা বানিয়ে দিয়েছো তুমি।জানো কালকের প্রতিটা শব্দ আমার আবেগ ছিলো।তুমি একটু সময় নিয়ে আস্তে আস্তে পড়ো আবার অনুরোধ করলাম।আশা করি হাস্যকর কিছু বলিনি।এভাবে হাসাহাসি টা খানিকটা খারাপ লেগেছে।যাই হোক তোমাকে নিয়ে আর হয়তো এভাবে লিখবো না।হয়তো তোমার কাছে আমার ভালোবাসা হাসি ঠাট্টার বিষয় কিন্ত আমি চাইনা আমার ভালোবাসা হাসি ঠাট্টার বিষয় হোক।অন্তত এই কারণে হলেও আর লিখবো না।হয়তো লিখবো কিন্ত তুমি জানবে না।


সবচেয়ে খারাপ লেগেছে তুমি প্রথম বারে চিনতে পারোনি আমাকে।আমি কিন্ত অনেক ক্লু রেখে যাই যাতে তুমি বুঝতে পারো আমি কে, কিন্ত প্রমাণ রাখিনা কোন যাতে ধরতে পারো।কষ্টকর ব্যাপারটা অনেক। জানো অনু যখন তোমার সাথে কখনো এমন হবে তুমি বুঝবে এই আঘাতটা বুকের কোথায় গিয়ে লাগে।আমি চাইনা কনফেশন দেওয়া আমিকে পছন্দ করো তুমি,আমি চাই যেই আমিকে চিনো তুমি তাকেই পছন্দ করো।এটাই আমার স্বার্থকতা হবে বা হতো। তাহলে বলতে পারো কনফেশন কেন দিলেন তাহলে?


এতটা ভালোবাসা বুকের মাঝে বয়ে বেড়ানো অনেক কষ্টকর ব্যাপার অনু।কাল কিছুটা প্রকাশ করতে পেরেছি তোমাকে জানাতে পেরেছি কিছুটা এতেই খুশি আমি।তবে সবচেয়ে খুশি হবো কোনদিন জানো,যেদিন তুমি আমাকে চিনে নিয়ে আগলে নিবে।হয়তো তোমার এমন কোন দরকার নেই আমার মতো ফালতু মানুষের। আমার দরকার নেই খুজার বা আমি কেন খুজবো প্লিজ কমেন্টে এমন কিছু বলো না।শেষ চিঠিটার জন্য আমার কাছে ভালো একটা স্মৃতি থাকুক অনু।প্লিজ এটা অনুরোধ।
অনু তুমি আর তোমার ফ্রেন্ডরা অনেক চালাক।প্রায় ধরা খেয়ে গেছিলাম তোমার কাছে।এত চালাকি ভালো না কিন্তু। বেশি চালাক হলে দাতে পোকা হয়।তখন আর বিয়ে হবেনা তোমার বান্ধবীদের।অনু জানো আমি খুব আশেপাশে আছি তোমার। চোখের সামনে একদম।একটু খুজলেই পেয়ে যাবা।প্লিজ খুজে নিও তুমি, আর খুজে পেলে ভালোবাসি বলে দিও।আমি এক সেকেন্ড ও লেইট করবো না রাজি হতে।আমি কেন বলিনা জানো?বড্ড ভয় পাই তোমায়। যদি রেগে যাও কি করবো?যদি চলে যাও আমাকে রেখে কীভাবে থাকবো আমি?এসব কারণে বলিনা আমি।প্রথম দায়িত্ব টা তুমি উঠাও সারাজীবন বাকিটা আমি করে নিবো।খুজে পেলে প্লিজ ভালোবাসি বলে দিও।আমি বলতে পারবো না অনু।



আরেকটা কথা।অনু আল্লার কসম কাল রাতে আমি যাদের নাম উল্লেখ করেছি আমি তাদের কেউ না।তুমি ভেবেছো তোমার বান্ধবী কিন্ত তাও না।আমি একটা চেনা মানুষের লুকোনো সত্তা যেই সত্তায় অনু নামের বিজ্ঞপ্তি লেগে আছে।যাদের কথা বলেছি আমি বুঝতে চেয়েছিলাম যে এদের কেউ তোমার পছন্দ কিনা।উদ্দেশ্য ছিলো তোমার পছন্দের কেউ আছে কিনা জানা সেটা।যদিও জানতে পারিনাই।তবে কেউ যদি থাকে পেইজের ইনবক্সে বলে দিও।




আর কি বলবো আজ এখানেই থাক।আবার একদিন লেখবো যেদিন আমাকে খুজে নিয়ে ভালোবাসি বলে দিবে।তার আগে হয়তো লেখা হবে না।আর যদি লিখেও ফেলি কষ্ট করে পড়ে নিও।আর হ্যা প্রথমে বলা গানটা শুনতে ভুলো না কিন্ত।ভালোবাসি অনু।
ইতি,

খুব চেনা কেউ একজন।

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখাসমূহ