সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সাম্প্রতিক লেখাসমূহ

ম্যাচিউরিটি X শাওন সিকদার

ম্যাচিউরিটি হচ্ছে যখন আপনি উপলব্ধি করতে পারবেন যে "মানুষ মূলত এক"। হ্যা বুঝতে পারছি আপনার অনেক বন্ধুবান্ধব আছে যারা আপনাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে, আপনার জন্য সব ধরনের স্যাক্রিফাইস করতে প্রস্তত, আপনার একজন প্রেমিকা আছে যে আপনাকে সত্যিকারের ভালোবাসে, লয়ালটির দিক থেকে সে অতুলনীয়, আপনার জীবনে থাকার লিস্টে বলার মতো এমন বহু আইটেম আছে, তবুও আমি ঘুরেফিরে একই কথা বলবো, " মানুষ মূলত একা "। সাধারনত মানুষ ম্যাচিউরিটি বলতে কী বুঝে? ফেসবুকীয় আবেগী লেখকদের দাঁড়িপাল্লায় যখন আপনি মাপবেন তখন হয়তো নিজের একাকীত্ব নিজের দুর্ভাগ্য গুলোকে চুপচাপ মেনে নেওয়াকেই ম্যাচিউরিটি বলে। আপনার ফ্যামিলির কাছে হয়তো আপনার জীবনের যাবতীয় দুঃখ গুলোকে কবর দিয়ে হাসিমুখে তাদের ভরন পোষন করতে পারাটাই আপনার ম্যাচিউরিটি। আপনার বন্ধুদের কাছে হয়তো আপনার পারিবারিক ব্যেক্তিগত সমস্যাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে তাদের সাথে তাল মিলিয়ে আড্ডা দিতে পারাটাই ম্যাচিউরিটি। আপনার স্কুলের টিচারের কাছে হয়তো তাদের কথায় উঠবস করাটাই ম্যাচিউরিটি, পাশের বাড়ির আন্টির কাছে হয়তো আপনার বুয়েট মেডিকেল এ চান্স পাওয়াটাই ম্যাচিউরিটি। প্রে...

বিচ্ছেদ - শাওন সিকদার

 

দেখছো কি যে?                 চাঁদের আলো!
চলছে কেমন?                   এইতো ভালো!
ভালো কেমন?                  দেখছো যেমন!
বলবে কি আজ?               হৃদ আলাপন!
সব তো শেষ!                    জানিতো আমি!
ভালোবাসো?                    অনেকখানি!

নুপুর কোথায়?                  পড়িনা তো আর!
বদলে গেছো!                    ইচ্ছে আমার!
ভুলেছো আমায়?               স্মৃতি যে কাদায়!
আমার ভুলে?                    তোমার মায়ায়!
একটু হাসো!                      ভালোবাসো?
অনেকখানি!                      সবই জানি!

কাঁদছো কেন?                   সবই জানো!
আফসোস লাগে?              একটু হচ্ছে!
হাসোতো দেখি!                 কান্না পাচ্ছে!
নিয়তি যে সব!                   বড্ড কঠোর!
করবে কি আর?                গুনবো প্রহর!
সুখের জন্য?                      কারণ অন্য!
কিসের কারণ!                   মরবো কখন!

বোলোনা এসব,                 পাচ্ছে হাসি!
ভালোবাসি!                       আমিও বাসি!
কতখানি?                          অনেকখানি!
কাদবে না বলো!                আমি কি জানি!
একটু হাসো!                      হাসতে বারণ!
বলতো কেন?                     তোমার কারণ!

যাচ্ছি যে আজ!                  আবার কবে?
ভাগ্য যেদিন....                    সহায় থাকে?
এমন কিছুই!                       কাদবো আমি!
কেদোনা প্লিজ!                   যাও তো তুমি!
একটু হাসো!                       পায়না হাসি!
ভালো যে বাসি!                  আমিও বাসি!


কবিতাঃ বিচ্ছেদ
লেখক শাওন সিকদার
১/১৬/২০২২
১১ঃ১৫ PM




মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখাসমূহ