সাম্প্রতিক লেখাসমূহ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মনের মানুষ - শাওন সিকদার
প্রেয়সী, তুমি এত্ত ছিঁচকাঁদুনে কেন?
তোমার কান্না দেখে বড্ড হাসি জানো?
কথায় কথায় কামড়ে কেন ধরো?
আবার ভূতের মতো জাপটে ধরে মারো!
তোমার গোলটু গালে হরিনী চোখের পানি,
আমি ভালোবাসি অনেক অনেক খানি!
তোমার কোমল হাতের কষিয়ে দেওয়া মার,
আমি খাচ্ছি কারণ - অকারণে, বার বার!
দয়িতা, তুমি মুচকি কেন হাসো?
আমার স্বপ্নে কেন নিত্য তুমি ভাসো?
তুমি আলতা পায়ে নুপুর কেন পরো?
আবার রক্তজবার পাপড়ি হয়ে ঝড়ো!
তোমার মুচকি হাসি, বড্ড ফাসি আমি!
তোমার একটু খুশি হীরার চেয়েও দামী!
তোমার নুপুর পায়ের বড্ড কি যে নেশা!
আমার অবোধ মনের নির্বোধ যত আশা!
সুরুপা, তুমি লালশাড়ি কেন পড়ো?
যেন কৃষ্ণচূড়া হয়ে তুমি জোৎনা রাতে ঝড়ো!
তোমার হরিনী নয়ন বাকিয়ে কেন রাখো?
আবার শাকচুন্নির মতো তাকিয়ে কেন থাকো?
জানো? শাড়িতে তোমায় দেবীর মতো লাগে,
আমার প্রণয়ী মনে দুষ্টু আশা জাগে!
তোমার বাকানো চোখের হৃদয়কাড়া দৃষ্টি,
যেন হঠাৎ আমার প্রেমসাগরে আছড়ে পড়া বৃষ্টি!
তুমি গোলাপী ঠোটে রং চা কেন খাও?
চোখ বুঝে কেন চায়ের স্বাদে হারাও?
তোমার চুলের খোপায় গোলাপ কেন গুজো?
আবার স্বর্গ ফেরত পরীর মতো সাজো!
তোমার গোলাপী ঠোটে, লালচে চায়ের ধোয়া!
মুষলধারে নিঝুম রাতে বৃষ্টি ঝড়ের ছোয়া!
তোমার চুলের খোপায় কাঠগোলাপের হার!
ভালোবেসে হারাবো আমি শতবার বহুবার!
কবিতাঃ মনের মানুষ
লেখকঃ শাওন সিকদার
২৩/১/২০২২
১ঃ০০ আম
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
জনপ্রিয় লেখাসমূহ
স্বপ্ন কীভাবে মিলে যায়? স্বপ্নের আদ্যোপান্ত - লেখাঃ শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
উদ্ভাসে পড়লেই বুয়েটে চান্স পাওয়া যায়? লেখাঃ শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বাটারফ্লাই ইফেক্টের ১৪ গোষ্ঠী - শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
আমাদের ব্যক্তিত্বের কোন দিক পরিবর্তন করা সবচেয়ে কঠিন? - শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
জীবনে উন্নতির আসল মানে কী? - শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ