সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সাম্প্রতিক লেখাসমূহ

ম্যাচিউরিটি X শাওন সিকদার

ম্যাচিউরিটি হচ্ছে যখন আপনি উপলব্ধি করতে পারবেন যে "মানুষ মূলত এক"। হ্যা বুঝতে পারছি আপনার অনেক বন্ধুবান্ধব আছে যারা আপনাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে, আপনার জন্য সব ধরনের স্যাক্রিফাইস করতে প্রস্তত, আপনার একজন প্রেমিকা আছে যে আপনাকে সত্যিকারের ভালোবাসে, লয়ালটির দিক থেকে সে অতুলনীয়, আপনার জীবনে থাকার লিস্টে বলার মতো এমন বহু আইটেম আছে, তবুও আমি ঘুরেফিরে একই কথা বলবো, " মানুষ মূলত একা "। সাধারনত মানুষ ম্যাচিউরিটি বলতে কী বুঝে? ফেসবুকীয় আবেগী লেখকদের দাঁড়িপাল্লায় যখন আপনি মাপবেন তখন হয়তো নিজের একাকীত্ব নিজের দুর্ভাগ্য গুলোকে চুপচাপ মেনে নেওয়াকেই ম্যাচিউরিটি বলে। আপনার ফ্যামিলির কাছে হয়তো আপনার জীবনের যাবতীয় দুঃখ গুলোকে কবর দিয়ে হাসিমুখে তাদের ভরন পোষন করতে পারাটাই আপনার ম্যাচিউরিটি। আপনার বন্ধুদের কাছে হয়তো আপনার পারিবারিক ব্যেক্তিগত সমস্যাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে তাদের সাথে তাল মিলিয়ে আড্ডা দিতে পারাটাই ম্যাচিউরিটি। আপনার স্কুলের টিচারের কাছে হয়তো তাদের কথায় উঠবস করাটাই ম্যাচিউরিটি, পাশের বাড়ির আন্টির কাছে হয়তো আপনার বুয়েট মেডিকেল এ চান্স পাওয়াটাই ম্যাচিউরিটি। প্রে...

সাপে নেউলে যুদ্ধ কেন বাজে? - শাওন সিকদার

 বেজি বা নেউলকে সাপের শত্রু হিসেবে গণ্য করা হয়ে থাকে। আমরা অনেক সময় শত্রুতার উদাহরণ হিসেবে সাপে-নেউলে কথাটি বলে থাকি। অর্থাত্‍ বেজি আর সাপের সম্পর্ক হল, একে অপরের সাথে দেখা হলে প্রাণঘাতি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সাপের আক্রমণ থেকে মানুষসহ প্রাণীকূলের অন্যরা পিছু হটলেও বেজি কিন্তু সাপ শিকার বা পরাস্ত করতে বেশ পটু!

কোবরার মতো বিষধর সাপও কিন্তু বেজির কাছে হার মানে! অনেকের ধারণা যে, বেজির শরীরে এমন কোনো অ্যান্টিবডি রয়েছে যা বিষাক্ত কোবরার বিষ বেজির শরীরে কাজ করেনা। যা পুরোপুরি ভ্রান্ত ধারণা। কোবরাকে পরাস্ত করতে বেজির নিখুঁত কলাকৌশল-ই একমাত্র পন্থা।

  • সাপ দেখলেই বেজি কেন সংঘর্ষে লিপ্ত হয়?

বিষধর সাপ থেকে নিজেকে ও বাচ্চাদের নিরাপদ রাখার জন্য এবং বেজি তার খাবার সংগ্রহে যেন প্রতিবন্ধকতার মুখে না পড়ে মূলত সেকারণেই বেজি সাপ দেখা মাত্রাই মরণঘাতী সংঘর্ষে লিপ্ত হয়!

  • উভয়ের এ সংঘর্ষে সাপ কেন পরাস্ত হয়?

গবেষকরা বলছেন, বেজির শরীরে nicotinic acetyl choline receptor বৈশিষ্ট্যের জন্য বেজির শরীরে সাপের বিষ জমাট বাধতে দেয়না যে কারনে সাপের বিষক্রিয়া থেকে বেজি রক্ষা পায়। তবে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ঠিকটাক মত কাজ না করে তবে ধীরে ধীরে বেজিটি মৃত্যুর দিকে ধাবিত হয়। তবে গবেষণায় এখনও অবধি এ সম্পর্কিত পরিষ্কার কিছু জানা সম্ভব হয়নি।

আবার কারো কারো মতে, সাপ থেকে বেজি কেবলমাত্র তার নিখুঁত কলাকৌশল, ক্ষিপ্রতা, সাহসী ও অধিকতর দ্রুতগতিতে আত্মরক্ষার কৌশল অবলম্বন, এসমস্ত কারণেই সাপকে বেজি পরাস্ত করতে সক্ষম হয়।

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখাসমূহ