সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সাম্প্রতিক লেখাসমূহ

ম্যাচিউরিটি X শাওন সিকদার

ম্যাচিউরিটি হচ্ছে যখন আপনি উপলব্ধি করতে পারবেন যে "মানুষ মূলত এক"। হ্যা বুঝতে পারছি আপনার অনেক বন্ধুবান্ধব আছে যারা আপনাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে, আপনার জন্য সব ধরনের স্যাক্রিফাইস করতে প্রস্তত, আপনার একজন প্রেমিকা আছে যে আপনাকে সত্যিকারের ভালোবাসে, লয়ালটির দিক থেকে সে অতুলনীয়, আপনার জীবনে থাকার লিস্টে বলার মতো এমন বহু আইটেম আছে, তবুও আমি ঘুরেফিরে একই কথা বলবো, " মানুষ মূলত একা "। সাধারনত মানুষ ম্যাচিউরিটি বলতে কী বুঝে? ফেসবুকীয় আবেগী লেখকদের দাঁড়িপাল্লায় যখন আপনি মাপবেন তখন হয়তো নিজের একাকীত্ব নিজের দুর্ভাগ্য গুলোকে চুপচাপ মেনে নেওয়াকেই ম্যাচিউরিটি বলে। আপনার ফ্যামিলির কাছে হয়তো আপনার জীবনের যাবতীয় দুঃখ গুলোকে কবর দিয়ে হাসিমুখে তাদের ভরন পোষন করতে পারাটাই আপনার ম্যাচিউরিটি। আপনার বন্ধুদের কাছে হয়তো আপনার পারিবারিক ব্যেক্তিগত সমস্যাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে তাদের সাথে তাল মিলিয়ে আড্ডা দিতে পারাটাই ম্যাচিউরিটি। আপনার স্কুলের টিচারের কাছে হয়তো তাদের কথায় উঠবস করাটাই ম্যাচিউরিটি, পাশের বাড়ির আন্টির কাছে হয়তো আপনার বুয়েট মেডিকেল এ চান্স পাওয়াটাই ম্যাচিউরিটি। প্রে...

আফসোস - শাওন সিকদার

 

আপনার জীবনের সবচেয়ে বড় আফসোস শেয়ার করবেন কি?

২০ সালের শেষের দিকে একদিন আব্বু অনেক কথা শুনাইছিলো। তখন এইচ এস সি প্রথম বর্ষে ছিলাম, সারাদিন ফোন নিয়ে পরে থাকতাম। দিন রাত ২৪ ঘন্টায় ১৮ ঘন্টাই মোবাইল নিয়ে কাটতো। আব্বু যদিও সবসময় দেখতো না কিন্ত ঠিকই বুঝতো, এইজন্য ওইদিন প্রচুর কথা শুনাইছিলো। আব্বুর সেদিনের কথা শুনে আমার প্রচুর অভিমান হয়েছিলো। নিজের দোষটা চোখে না পরলেও আব্বুর কথা গুলো সারাদিন মাথায় ঘুরতো। সেদিন রাতেই আব্বু বাজারে থেকেই কল দেয় আমাকে। দোকানে দোকানে ঘুরে এটা ওটা দেখায়ে বলে এটা খাবি? ওইটা খাবি? আমি সেদিন প্রচন্ড অভিমানে প্রতিবার না না বলেছি। তখন শীতকাল ছিলো, রাস্তার পাশে চিতই পিঠা, ভাপা পিঠা বিক্রি হইতো। শেষে রাস্তার পাশের একটা দোকানে গিয়ে ভাপা পিঠা খেতে খেতে বললো তুইও নে। তখনো অভিমান করে না বলে দিয়েছিলাম। বার বার অনুরোধ করে শেষে আব্বু অসহায়ের মতো আমার দিকে তাকায়ে চুপ হয়ে গেলো। তাও সেদিন আমার মনে হয়নি আব্বুর মন রাখার জন্য হলেও খাওয়া দরকার। এরপরে আর অল্প কয়েকটা দিন গেলো। আব্বু অসুস্থ হয়ে গেলো। এরপর চির বিদায়। সেদিন যদি আমি এই অভিমান টা না করতাম এই রাত টা হতে পারতো আব্বুর শেষ সময়ে তার সাথে কাটানো আমার সবচেয়ে ভালো সময়। বাবা যাওয়ার পরে দুনিয়া অনেক বদলে গেছে। এখন আর শাসন করার অমন কেউ নেই, আর অভিমান করা তো ভুলেই গেছি। যদি কোন ভাবে সম্ভব হতো সেই রাতে আবার ফিরে যাওয়া, তাহলে আমি চলে যেতাম। নিজের জীবনের বিনিময়ে হলেও যেতাম। এই একটা রাতের আফসোস আমার সারাটা জীবন থেকে যাবে।

-শাওন

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখাসমূহ