সাম্প্রতিক লেখাসমূহ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
প্রশ্নটা হয়তো আপনারা হাস্যকর ভাববেন কিন্ত এটা আমার কাছে একটা ফিলোসোফিকাল প্যারাডক্স - শাওন সিকদার
আমার মনে খুব উদ্ভট একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হয়তো আপনারা হাস্যকর ভাববেন কিন্ত এটা আমার কাছে একটা ফিলোসোফিকাল প্যারাডক্স। ব্যাপারটা হচ্ছে যারা আমার আগে নিয়মিত আমার লেখা পড়তেন তারা মোটামুটি জানেন যে আমি প্রচুর গান শুনি। উঠতে, বসতে, খাইতে, ঘুমাইতে যখনি সুযোগ মিলে হেডফোন কানে গুজে দিতাম। এখন যদিও গান শুনা একটু কমিয়ে দিয়েছি। তো আমি গান শুনার পাশাপাশি মাঝে মাঝে একা একা গাওয়ার ও চেস্টা করি। ধরুন শুয়ে আছি বা হাটতেছি হঠাত করে মাথায় গানের কোন একটা সুর আসলো, তো সেই গানটা নিজে নিজে গাওয়ার চেস্টা করি। সমস্যাটা আসলে এখানেই হয়, কতো গান শুনি সবসময় তো সব গানের লিরিক্স মনে রাখা সম্ভব হয়না। ধরুন আমি প্রচন্ড মুডে আছি গান গাওয়ার, গানটার সুরও আমার মনে আছে, কিন্ত গানটা গাওয়ার সময় দেখি যে লিরিক্স মনে নেই। খুব বিব্রতকর একটা পরিস্থিতি, গান গাইবো কিন্ত লিরিক্স মনে নেই। যখনি এমন হয় তখনি হয়তো সুরটা গুন গুন করে গাই কিংবা উল্টাপালতা লিরিক্সে আস্তে আস্তে গাই যাতে কেউ না শুনে। আমার প্রশ্ন হচ্ছে এমন পরিস্থিতিতে আসলে কী করা উচিৎ?
- ১) গানের লিরিক্স দেখে আবার নতুন করে গাওয়া উচিৎ?
- ২) নাকি গানটা সুর ধরে নিজের মতো করে লিরিক্সে গাওয়া উচিৎ?
এখন বলবেন ভাই এটা কেমন প্রশ্ন হলো, খুবই সিম্পল জিনিস। কিন্ত ব্যাপারটা আমার কাছে অতটা সিম্পল মনে হয়না। আমি মোটামুটি দার্শনিক টাইপের একজন মানুষ, জীবনের ছোটখাটো জিনিসগুলোর দর্শন নিয়ে নিজে নিজে একটু চিন্তাভাবনা করি। দেখুন এখানে যদি আমি লিরিক্স দেখে গানটা গাওয়ার চেস্টা করি তখন দেখা যাবে যে আমার গান টা গাওয়ার আর মুডই রইলোনা। ব্যাপারটা কেমন হলো? আমি রাস্তায় হাটছি, হঠাত আমার একটু সুখ সুখ অনুভূত হলো, ব্যাপারটাকে অন্য মাত্রায় নেওয়ার জন্য একটা গানের সুরও মাথায় আসলো কিন্ত দেখা গেলো মোবাইল খুলে লিরিক্স দেখতে গিয়ে আমার এই অনুভূতি আর নেই কিংবা সোস্যাল মিডিয়ায় আবার হারিয়ে গেলাম! এসব ছোট ছোট সুখের সমন্বয়েই তো আমাদের জীবনের যত সুখানুভূতি। প্রতিটা ছোট ছোট অনুভূতি এইখানে কন্ট্রিবিউট করে, কিন্ত সামান্য লিরিক্স দেখতে গিয়ে জীবনের একটা সুখানুভূতি হারিয়ে ফেললাম। এরচেয়ে মাথায় যা আসে সেই লিরিক্সে চালিয়ে দিয়ে জাস্ট সবকিছু অনুভব করা উচিৎ।
এখন আপনার মনে হচ্ছে যে আমাদের মাথায় যে লিরিক্স আসে সেটাতেই চালিয়ে দেওয়া উচিৎ কিন্ত ব্যাপারটা এমন না! একবার ভাবুন যিনি এই গানটা লিখেছেন কিংবা সুর করেছেন, প্রতিটা লাইনের পেছনে তার জীবনের কত অভিজ্ঞতা, কত অনুভূতি, তার দেওয়া মেধা আর সময় জড়িত। আমরা চাইলেই তার গানকে ইচ্ছেমতো বিকৃত করে তার জীবনের এই অভিজ্ঞতা, অনুভূতি, সময় আর মেধাকে অসম্মান করতে পারিনা। আরেকটা কথা হলো গানের নিজস্বতা বলেও একটা কথা আছে। গানটার লিরিক্স এমন ছিলো বলেই আমি গানটা পছন্দ করেছি, গানটার একটা নিজস্বতা আছে। আমরা চাইলেই গানটাকে বিকৃত করতে পারিনা।
এখন বলুন এমন একটা ক্রিটিকাল সিচুয়েশনে কী করা উচিৎ? নিজের ইচ্ছেমতো লিরিক্সে গেয়ে যাওয়া উচিৎ? নাকি আবার লিরিক্স দেখে গাওয়া উচিৎ?
-শাওন
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
জনপ্রিয় লেখাসমূহ
স্বপ্ন কীভাবে মিলে যায়? স্বপ্নের আদ্যোপান্ত - লেখাঃ শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
উদ্ভাসে পড়লেই বুয়েটে চান্স পাওয়া যায়? লেখাঃ শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বাটারফ্লাই ইফেক্টের ১৪ গোষ্ঠী - শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
আমাদের ব্যক্তিত্বের কোন দিক পরিবর্তন করা সবচেয়ে কঠিন? - শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
জীবনে উন্নতির আসল মানে কী? - শাওন সিকদার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ